অবসর নিল প্রাক্তন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেটোরির ১১ নম্বর জার্সি
১১ নম্বর জার্সি পড়ে ভেটোরি ২৯১টি একদিনের ম্যাচ খেলেছেন।
নিজস্ব প্রতিবেদন : কিংবদন্তি অল-রাউন্ডার তথা প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেটোরির ১১ নম্বর জার্সিকে এবার অবসরে পাঠাল নিউজিলান্ড ক্রিকেট বোর্ড। সোমবার একথা জানায় সে দেশের ক্রিকেট বোর্ড।
শুধুমাত্র ভেটোরি নন, নিউ জিল্যান্ডের হয়ে ২০০টি বা তার বেশি ওয়ান ডে ক্রিকেট খেলা সমস্ত ক্রিকেটারদেরই জার্সি নম্বরকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। ১১ নম্বর জার্সি পড়ে ভেটোরি ২৯১টি একদিনের ম্যাচ খেলেছেন।
Players that represent New Zealand in 200 ODIs have their shirt number retired. Daniel Vettori who wore number 11 has played the most ODIs for the BLACKCAPS with 291. pic.twitter.com/5oeGPKdnEK
— BLACKCAPS (@BLACKCAPS) August 5, 2019
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা সিরিজের আগে জার্সি নম্বর বাছাই করতে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয় নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
আরও পড়ুন - অভিষেকেই ম্যাচের সেরা হলেও আইসিসি-র নিয়ম ভাঙায় শাস্তি পেলেন নভদীপ সাইনি