দুর্ভেদ্য বুঁফো, ৫ বার শট নিয়েও গোল পেলেন না মেসি, ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা

মিরাক্যাল একবারই হয়। প্যারিস সাঁজাকে ৪-০ গোলে উড়িয়ে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিলেন মেসিরা। এবার জুভেন্তাসের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল লুই এনরিকের দল। প্রথম লেগে ০-৩ গোলে হেরে যায় বার্সিলোনা। ৪-০ গোলে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামলেও, বার্সার যাবতীয় আক্রমণ জুভেন্তাসের জমাট ডিফেন্সের সামনে আটকে যায়। তিন কাঠির নীচে বুঁফোও ছিলেন দুর্ভেদ্য। গোল লক্ষ্য করে ৫ বার মেসি শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। ম্যাচের শেষে কার্যত ভেঙে পড়েন নেইমাররা। এই নিয়ে পরপর দুই মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল মেসিদের। 

Updated By: Apr 20, 2017, 08:30 AM IST
দুর্ভেদ্য বুঁফো, ৫ বার শট নিয়েও গোল পেলেন না মেসি, ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা

ওয়েব ডেস্ক: মিরাক্যাল একবারই হয়। প্যারিস সাঁজাকে ৪-০ গোলে উড়িয়ে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিলেন মেসিরা। এবার জুভেন্তাসের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল লুই এনরিকের দল। প্রথম লেগে ০-৩ গোলে হেরে যায় বার্সিলোনা। ৪-০ গোলে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামলেও, বার্সার যাবতীয় আক্রমণ জুভেন্তাসের জমাট ডিফেন্সের সামনে আটকে যায়। তিন কাঠির নীচে বুঁফোও ছিলেন দুর্ভেদ্য। গোল লক্ষ্য করে ৫ বার মেসি শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। ম্যাচের শেষে কার্যত ভেঙে পড়েন নেইমাররা। এই নিয়ে পরপর দুই মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল মেসিদের। 

 

 

.