অলিম্পিকে পদকজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা ওএনজিসি-র
লন্ডন অলিম্পিকে ভারতের পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল ওএনজিসি। রবিবার ওএনজিসি- র বৈঠকের পর জানানো হয়, লন্ডন অলিম্পিকে যাঁরা মেডেল পাবেন তাঁদের আর্থিক পুরস্কার দেবে ওএনজিসি।
লন্ডন অলিম্পিকে ভারতের পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল ওএনজিসি। রবিবার ওএনজিসি- র বৈঠকের পর জানানো হয়, লন্ডন অলিম্পিকে যাঁরা মেডেল পাবেন তাঁদের আর্থিক পুরস্কার দেবে ওএনজিসি। স্বর্ণপদক জয়ীদের জন্য ২৫ লক্ষ, রৌপ্যপদক জয়ীদের জন্য ১৫ লক্ষ এবং ব্রোঞ্জপদক জয়ীদের জন্য ১০ লক্ষ টাকা মুল্যের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ওএনজিসি। লন্ডন অলিম্পিকে ভারতের ৮১ জন অ্যাথলিটের মধ্যে ১৬ জনই ওএনজিসি-র কর্মী। উল্লেখ্য, এই ১৬ জনের জন্যও রয়েছে ৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার।
লন্ডন অলিম্পিকে ভারতের মুল স্পনসর ওএনজিসি। বৃহস্পতিবার লন্ডন উড়ে যাবার আগে ওএনজিসি-র পক্ষ থেকে ৬ জন অংশগ্রহনকারীকে সংবর্ধনা দেওয়া হয়। এঁরা হলেন জয়ন্ত তালুকদার, রাহুল ব্যানার্জী, তরুণদীপ রাই, দীপিকা কুমারী, লাইসরাম বোম্বাইলা দেবী এবং চেকরোভোলু সৌরো র সাথে অপর দুই ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা এবং ভি ডিজু কে উষ্ণ।