Spirit of Cricket: নামিবিয়ার ড্রেসিংরুমে পাকিস্তান! হদয় জিতলেন হাফিজ-আফ্রিদিরা

মাঠের ও মাঠের বাইরে বাবর আজমদের আচরণ চমকে দিচ্ছে। 

Updated By: Nov 3, 2021, 05:03 PM IST
Spirit of Cricket: নামিবিয়ার ড্রেসিংরুমে পাকিস্তান! হদয় জিতলেন হাফিজ-আফ্রিদিরা
পিসিবি

নিজস্ব প্রতিবেদন: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এক অন্য পাকিস্তানকে দেখছে বাইশ গজ। মাঠের ও মাঠের বাইরে বাবর আজমদের আচরণ চমকে দিচ্ছে। দুরন্ত ক্রিকেটের নিদর্শন রেখে টানা চার ম্যাচ জিতছে পাকিস্তান। নামিবিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাবর অ্যান্ড কোং। ম্যাচের পর পাকিস্তান দল এমন এক 'স্পিরিট অফ ক্রিকেট'-এর  (Spirit of Cricket) নিদর্শন রাখল, তা দীর্ঘদিন মনে থেকে যাবে ক্রিকেট ফ্যানেদের।

খেলা শেষে মহম্মদ হাফিজ (Mohammad Hafeez), হাসান আলি (Hasan Ali) , ফখর জামান (Fakhar Zaman), শাহদাব খান (Shadab Khan) ও শাহিন শাহ আফ্রিদিরা (Shaheen Shah Afridi) নামিবিয়ার সাজঘরে ঢুকে টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান ১৮৯ রান তুলেছিল। জবাবে নামিবিয়া ১৪৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তান জেতে ৪৫ রানে। পাকিস্তান এবার যে ক্রিকেটটা খেলছে, তার ভিত্তিতে বলাই যায় যে, চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বাবরের টিম।

আরও পড়ুন: ICC T20I Rankings: বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে উঠে এলেন Babar Azam

অন্যদিকে পাক অধিনায়ক বাবর পঞ্চাশ ওভারের ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটেও এক নম্বর ব্যাটার হয়ে গেলেন। শুক্রবার আইসিসি টি-২০ ব্যাটারদের যে তালিকা প্রস্তুত করেছে সেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ডেভিড মালানকে (Dawid Malan) পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাবর। অন্যদিকে বোলারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) চলে এসেছেন শীর্ষে। তিনি পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিকে (Tabraiz Shamsi)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.