হার্দিকের সমালোচনা, পাকিস্তানিকে চুপ করিয়ে দিলেন ভারতীয়রা
ওয়েব ডেস্ক : ‘হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে একজন ভাল ক্রিকেটার। কিন্তু, তাঁর সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টকসের যে তুলনা ভারতীয় সংবাদমাধ্যম করছে, সেটা একেবারেই অনুচিত’, মাইক্রো ব্লগিং সাইটে এমনই মন্তব্য করেছিলেন পাকিস্তানি সাংবাদিক ফাজিলা সাবা। তারপর থেকেই পাকিস্তানের ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে যেভাবে তোপ দাগতে শুরু করেন ভারতীয়দের একাংশ, তা দেখে চুপ হয়ে গিয়েছেন সাবা।
সম্প্রতি বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টকসের সঙ্গে তুলনা করেন। বিরাটের পাশাপাশি অনেকেই পান্ডিয়াকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্টকসের সঙ্গে তুলনা করেন। আর এতেই আপত্তি সাবার। সোশ্যাল সাইটে তিনি দাবি করেন, পান্ডিয়াকে মোটেই বেন স্টকসের সঙ্গে তুলনা করা উচিত নয়। আর এরপর থেকেই ফাজিলাকে নিয়ে জোর তরজা শুরু হয়।
ভারতীয়দের প্রবল প্রশ্নের চাপে শেষ পর্যন্ত চুপ করতে বাধ্য হন ফাজিলা সাবা নামে ওই পাক সাংবাদিক।
দেখুন সেই টুইট..
Pandy undoubtedly is the upcoming multitasked player in cricket but his comparison with Ben Stokes by Indian media seems unjustified
— Fazeela Saba (@FazeelaSaba1) September 18, 2017
Cant even spell Pandya @hardikpandya7 doesn't need to justify anything.But it is a very good try to make your tweet famous #cheapjournalism
— Sai rasam (@sai_rasam) September 19, 2017
Yes..u r right fazeela..Pandya is much better than Stokes
— DR. SOUMEN ROY (@DrSoumen777) September 19, 2017
Pandy what the hell pandya madam first of all spelling seekho...And then criticise...
— Naveen Gavvala (@NGavvala) September 18, 2017