বিশ্ব চ্যাম্পিয়ন হলেন 'বিলিয়ার্ডস বয়' পঙ্কজ
আরেকটি পালক যোগ হল পঙ্কজ আডবাণীর মুকুটে। বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন হলেন ভারতের এই চ্যাম্পিয়ন কিউইস্ট।
![বিশ্ব চ্যাম্পিয়ন হলেন 'বিলিয়ার্ডস বয়' পঙ্কজ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন 'বিলিয়ার্ডস বয়' পঙ্কজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/27/43157-12pankajadvani.jpg)
ওয়েব ডেস্ক: আরেকটি পালক যোগ হল পঙ্কজ আডবাণীর মুকুটে। বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন হলেন ভারতের এই চ্যাম্পিয়ন কিউইস্ট।
ফাইনালে সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে হারিয়ে দিলেন পঙ্কজ আডবাণী। এই জয়ের সঙ্গে নিজের কেরিয়ারে মোট চোদ্দটি বিশ্বখেতাব জিতে নিলেন আডবাণী। গতসপ্তাহে গিলক্রিস্টের কাছে পয়েন্ট ফরম্যাট চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধও নিলেন বেঙ্গালুরুর এই গোল্ডেন বয়। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন পঙ্কজ আডবাণী। একবারের জন্য প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি তিনি। অবশেষে এক হাজার একশো আটষট্টি পয়েন্ট সংগ্রহ করে টাইম ফরম্যাট বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখলেন 'বিলিয়ার্ডস বয়' পঙ্কজ।