Paris Olympics 2024 Opening Ceremony: 'অন ইওর মার্কস, গেট সেট, গো'... কখন কোথায় কীভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?
Paris Olympics 2024 Opening Ceremony: 'অন ইওর মার্কস, গেট সেট, গো'... আর কয়েক ঘণ্টা পরেই শুরু প্য়ারিস অলিম্পিক্স। স্যেন নদীর বুক চিরে ১০০ বোটে চেপে ১০ হাজার ৫০০ অ্যাথলিটের বর্ণাঢ্য় শোভাযাত্রা প্য়ারিসে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। আর কয়েক ঘণ্টা, তারপরেই উঠছে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর পর্দা। মাল্টি স্পোর্টসে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টে অলিম্পিক্স তৈরি। এবার মহাযুদ্ধ প্য়ারিসে (Paris Olympics 2024)। ২৬ জুলাই থেকে শুভারম্ভ অলিম্পিক্সের। চলবে ১১ অগস্ট পর্যন্ত। এই প্রতিবেদনে রইল কখন কোথায় কীভাবে দেখবেন? প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান (Paris Olympics 2024 Opening Ceremony)
কবে প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে?
২৬ জুলাই, শুক্রবার অর্থাৎ প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান।
কোথায় প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে?
স্যেন নদীর বুর চিরে ১০০ বোটে চেপে ১০ হাজার ৫০০ অ্যাথলিট বর্ণাঢ্য় শোভাযাত্রা করবেন। এই প্রথমবার কোনও স্টেডিয়ামের বাইরে বেরিয়ে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আরও পড়ুন: রাত পোহালে শুরু মহাযুদ্ধ, তেরঙা তুলে ধরার গুরুদায়িত্বে ১১৭, নজরে কোন কোন তারা?
কখন প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে?
ভারতীয় সময়ে রাত ১১টা থেকে শুরু অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা চলবে অনুষ্ঠান।
প্য়ারিস অলিম্পিক্সে কতজন অ্যাথলিট এবার অংশ নিচ্ছেন?
২০৬টি দেশের প্রায় ১০ হাজার ৫০০ অ্যাথলিট অংশ নিচ্ছেন (৫২৫০ পুরুষ ও ৫২৫০ নারী) এবার।
প্য়ারিস অলিম্পিক্সে ভারতের কতজন অ্যাথলিট এবার অংশ নিচ্ছেন?
১১৭ জন (৭০ পুরুষ, ৪৭ মহিলা) অ্যাথলিট প্রতিনিধিত্ব করছেন দেশের হয়ে। ৬৯টি ইভেন্টে ৯৫টি পদকের জন্য় লড়াই। তাঁদের সঙ্গ দেবেন ১৪০ জন সাপোর্ট স্টাফ। ২৫৭ সদস্য়ের টিম রয়েছে প্য়ারিসে।
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন কারা?
ভারতের তারকা ব্য়াডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ও টেবল টেনস নক্ষত্র শরথ কমল এবার পতাকা বহন করবেন। টোকিও অলিম্পিক্সে সেই দায়িত্বে ছিলেন বক্সার মেরি কম ও হকি তারকা মনপ্রীত সিং।
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয়দের পোশাক কেমন হচ্ছে?
পুরুষদের পরনে থাকছে ম্য়াচিং পাঞ্জাবী ও জ্য়াকেট, মেয়েরাও টুইনিং করে পরছেন শাড়ি।
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান টিভি-তে কোথায় দেখা যাবে?
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান টিভি-তে সরাসরি সম্প্রচার করবে Sports 18 1 HD/SD, Sports 18 2 HD/SD, and Sports 18 3 HD/SD
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে কোথায় দেখা যাবে?
প্য়ারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করবে Jio Cinema ও Jio Cinema অ্যাপে।
আরও পড়ুন: 'জাতীয় ক্রাশ' হয়েও মডেলিংয়ে না, ১৯ ভাষায় পারদর্শী! কতটা চেনেন সুন্দরী খেলোয়াড়কে?
টোকিওতে গোটা দেশ জয়গান করেছিল নীরজ-মীরাবাঈ-সিন্ধুদের জন্য। অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরেছিলেন নীরজ (জ্যাভলিনে সোনা), মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো), রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো), লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং), পিভি সিন্ধু (মহিলা সিঙ্গলসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ) ও বজরং পুনিয়া (ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজিতে ব্রোঞ্জ)। ভারতীয় পুরুষ হকি দলেরও এসেছে ঐতিহাসিক ব্রোঞ্জ। দেখা যাক ভারত এবার প্য়ারিসে গিয়ে টোকিয়োর সাফল্য় ছা়ড়িয়ে যেতে পারে কিনা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)