UCL 2019-20: চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারাল পিএসজি, সহজ জয় বায়ার্ন-সিটির, আটকে গেল জুভেন্টাস
তবে সহজ জয় পেল বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটি।
নিজস্ব প্রতিবেদন : হার দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের। পিএসজির কাছে হারল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে অ্যাটলেটিকোর কাছে আটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস। তবে সহজ জয় পেল বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটি।
RESULTS!
Dramatic comeback from Atlético
Paris put 3 past Madrid
Dinamo score 4 at home
What was your #UCL highlight?
— UEFA Champions League (@ChampionsLeague) September 18, 2019
নির্বাসনের কারণে ছিলেন না নেমার। চোটের জন্য ছিলেন না এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে। তাদের অভাব ফরাসি চ্যাম্পিয়নদের টেরই পেতে দিলেন না অ্যাঞ্জেল দি মারিয়া। জোড়া গোল করলেন আর্জেন্তিনিয় তারকা। অন্যদিকে স্ট্রাইকারদের একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল রিয়াল মাদ্রিদকে। জিনেদিন জিদানের দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল পিএসজি। প্যারি সাঁ জাঁ-র হয়ে অপর গোলটি করেন তমা মুনিয়ে।
FULL TIME
The & kick off this season's @ChampionsLeague campaign with a win! @PSG_English al Madrid#PSGRM
#ICICESTPARIS pic.twitter.com/dWcTYqWZhq
— Paris Saint-Germain (@PSG_English) September 18, 2019
বি-গ্রুপে এদিন অলিম্পিয়াকোসের মাঠে ২-২ ড্র করেছে গতবারের রানার্স আপ টটেনহ্যাম হটস্পার। বি-গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেডকে ৩-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে গোলগুলি করেন কিংসলে কোমান, রবার্ট লেওয়ানডস্কি এবং টমাস মুলার।
als. 3️points. A solid start.#FCBFKCZ #UCL pic.twitter.com/g2R0a93CGn
— FC Bayern English (@FCBayernEN) September 18, 2019
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে সি-গ্রুপে ইউক্রেনের শাখতার দানেৎস্ককে তাদের মাঠেই ৩-০ গোলে হারাল গতবারের সেমি ফাইনালিস্ট ম্যাঞ্চেস্টার সিটি। সিটির তিন গোলদাতা রিয়াদ মাহরেজ, ইলকাই গানদোয়ান ও গ্যাব্রিয়েল জেসুস।
FULL-TIME | A comfortable night in Kharkiv!
24' @Mahrez22
38' @IlkayGuendogan
76' @gabrieljesus330-3 #ManCity #UCL pic.twitter.com/4TrACezOs8
— Manchester City (@ManCity) September 18, 2019
তবে ডি-গ্রুপের ম্যাচে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
আরও পড়ুন - বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয় ভিনেশ ফোগাতের, পেলেন টোকিও অলিম্পিকের ছাড়পত্র