ICC World Cup 2019: পাকিস্তান ম্যাচের পর ঋষভ পন্থ ভিডিয়ো পোস্ট করে লিখলেন 'Partners in Crime'
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
![ICC World Cup 2019: পাকিস্তান ম্যাচের পর ঋষভ পন্থ ভিডিয়ো পোস্ট করে লিখলেন 'Partners in Crime' ICC World Cup 2019: পাকিস্তান ম্যাচের পর ঋষভ পন্থ ভিডিয়ো পোস্ট করে লিখলেন 'Partners in Crime'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/17/197423-8.jpg)
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান বুড়ো আঙুলে চোট পাওয়ায় শিখরের বদলি হাতে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই পাকিস্তান ম্যাচের আগে তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। পাকিস্তান ম্যাচের আগের দিন ওল্ড ট্র্যাফোর্ডে পন্থকে দেখা যায় ধোনির সঙ্গে কথা বলতে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ম্যাচ দেখতে দেখতে ধোনি কন্যা জিভার সঙ্গে খুনসুটিতেও মাতলেন ঋষভ পন্থ। ওল্ড ট্র্যাফোর্ডে ইন্দো-পাক ম্যাচ চলাকালীন গ্যালারিতে জিভার সঙ্গে সেই দুষ্টুমিষ্টি ভিডিয়োটি নিজেই পোস্ট করেছেন ঋষভ পন্থ। সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'Partners in Crime'। আর সেই ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
আরও পড়ুন - ICC World Cup 2019: হ্যামস্ট্রিংয়ে চোট! দুটি ম্যাচে মাঠের বাইরে ইংল্যান্ডের গুরুত্বপূ্র্ণ এই ক্রিকেটার