FA Cup 2019: স্টার্লিংয়ের হ্যাটট্রিকে এফএ কাপ জয়! 'ট্রেবল' জিতল ম্যাঞ্চেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ হলেও এই মরশুমে 'ট্রেবল' জিতেই মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিয়ালার ম্যাঞ্চেস্টার সিটি।

Updated By: May 19, 2019, 02:35 PM IST
FA Cup 2019: স্টার্লিংয়ের হ্যাটট্রিকে এফএ কাপ জয়! 'ট্রেবল' জিতল ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদন :  লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর এবার এফএ কাপও জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি। ইংলিশ ফুটবলে প্রথম ক্লাব হিসেবে এক মরশুমে তিনটি খেতাব জয়ের নজির গড়ল পেপ গুয়ার্দিয়ালার দল।

ম্যাচের ২৬ মিনিটে দাভিদ সিলভার গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। ৩৮ মিনিটে গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের কেভিন ডি ব্রুইনের গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৭ মিনিট পরেই গ্যাব্রিয়েল জেসাসের গোলে জয় একপ্রকার নিশ্চিত করেই ফেলে ম্যাঞ্চেস্টার সিটি। আর খেলা শেষের মিনিট দশেকের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করলেন রহিম স্টার্লিং। ৮১ এবং ৮৭ মিনিটে গোল দুটি করেন তিনি। ১৯৫৩ সালের পর এফএ কাপের ফাইনালে কোনও ফুটবলার হ্যাটট্রিক করলেন।   

এই নিয়ে ষষ্ঠ বার এফএ কাপ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। শেষবার ২০১০-১১ মরশুমে এফএ কাপ জিতেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ হলেও এই মরশুমে 'ট্রেবল' জিতেই মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিয়ালার ম্যাঞ্চেস্টার সিটি।

আরও পড়ুন - চারপাশের এত চাপ কী করে সামলান, বলিউড অভিনেত্রীর ছোট্ট ছেলেকে জানিয়ে গেলেন ধোনি

.