গোলাপি বলে প্রথম ম্যাচেই দুরন্ত মহম্মদ সামি

গোলাপি বলে প্রথম ম্যাচেই দুরন্ত মহম্মদ সামি। ইডেনে সুপার লিগের ফাইনালে সামির পেসের দাপটে ধরাশায়ী ভবানিপুরের ব্যাটিং লাইন আপ। সামি একাই ভবানিপুরের পাঁচ উইকেট তুলে নিয়ে রীতিমত চালকের আসনে বসিয়ে দিয়েছে মোহনবাগানকে। মোহনবাগানের দুশো ছিয়াশি রানের জবাবে সামি ঝড়ে এদিন ভবানিপুরের প্রথম ইনিংস শেষ হয় একশো তেত্রিশ রানে। তবে মোহনবাগান তিন ওভার কম বল করায় পেনাল্টি হিসেবে ভবানিপুর পায় কুড়ি রান। মোহনবাগান প্রথম ইনিংসে লিড পায় একশো তেত্রিশ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে মোহনবাগান।

Updated By: Jun 19, 2016, 10:35 PM IST
গোলাপি বলে প্রথম ম্যাচেই দুরন্ত মহম্মদ সামি

ওয়েব ডেস্ক: গোলাপি বলে প্রথম ম্যাচেই দুরন্ত মহম্মদ সামি। ইডেনে সুপার লিগের ফাইনালে সামির পেসের দাপটে ধরাশায়ী ভবানিপুরের ব্যাটিং লাইন আপ। সামি একাই ভবানিপুরের পাঁচ উইকেট তুলে নিয়ে রীতিমত চালকের আসনে বসিয়ে দিয়েছে মোহনবাগানকে। মোহনবাগানের দুশো ছিয়াশি রানের জবাবে সামি ঝড়ে এদিন ভবানিপুরের প্রথম ইনিংস শেষ হয় একশো তেত্রিশ রানে। তবে মোহনবাগান তিন ওভার কম বল করায় পেনাল্টি হিসেবে ভবানিপুর পায় কুড়ি রান। মোহনবাগান প্রথম ইনিংসে লিড পায় একশো তেত্রিশ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে মোহনবাগান।

অন্যদিকে গোলাপি বলে মজলেন ঋদ্ধিমান সাহা । ঋদ্ধির মতে শর্ট সিলেকশন ঠিক করতে পারলে ব্যাটসম্যানরা বড় রান পাবেন। তবে বাড়তি বাউন্স থেকে একটু সাবধান থাকতে হবে। এমনকী বলের পালিসও মুগ্ধ করেছে ঋদ্ধিকে। ইডেনের সবুজ পিচে সুপার লিগের ফাইনাল হওয়ায় কিছুটা মণক্ষুন্ন ঋদ্ধিমান। তার মতে স্পোটিং উইকেটে খেলাটা হলে ব্যাটসম্যান ও বোলার উভয়েই সমান সাহায্য পেতেন। ঋদ্ধির আশা ইডেনে ভারত-নিউজিল্যান্ড গোলাপি বলে দিনরাতের  টেস্ট নিশ্চয়ই স্পোটিং পিচেই হবে।

.