ঘরের মাঠে পয়েন্ট নষ্ট মেসিদের, লা লিগার শীর্ষে বার্সেলোনা

সে যাত্রায় জেরার্ড পিকের গোললাইন সেভ বাঁচিয়ে দেয় বার্সাকে। কিন্তু ৩৫ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা।

Updated By: Sep 24, 2018, 01:14 PM IST
ঘরের মাঠে পয়েন্ট নষ্ট মেসিদের, লা লিগার শীর্ষে বার্সেলোনা
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন :  চলতি মরশুমে প্রথম হোঁচট খেল বার্সেলোনা। রবিবার লা লিগায় নূ ক্যাম্পে জিরোনার কাছে ২-২ গোলে আটকে গেল ১০ জনের বার্সেলোনা। পয়েন্ট টেবিলে গোলপার্থক্যে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে রয়েছে বার্সা।  

রবিবার ঘরের মাঠে ১৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল জিরোনা। সে যাত্রায় জেরার্ড পিকের গোললাইন সেভ বাঁচিয়ে দেয় বার্সাকে। কিন্তু ৩৫ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের স্প্যানিশ মিডফিল্ডার পেরে পনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টারব্যাক ক্লেমোঁ লংলে। বিরতির আগেই ক্রিশ্চিয়ান স্তুয়ানির গোলে সমতায় ফেরে জিরোনা।

আরও পড়ুন -  প্রয়াত 'ময়দানের ভীষ্ম' বিশ্বনাথ দত্ত, শোকের ছায়া ক্রীড়ামহলে

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে নূ ক্যাম্পকে স্তব্ধ করে এগিয়ে যায় জিরোনা। সৌজন্যে সেই ক্রিশ্চিয়ান স্তুয়ানি। পিছিয়ে পরে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় বার্সেলোনা। ৬০ মিনিটে মেসির ফ্রিকিক ক্রসবারে লাগে। এর ঠিক তিন মিনিট পরেই হেডে বার্সেলোনাকে সমতায় ফেরালেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এরনেস্ত ভালভেরদের দল। লিগে চলতি মরশুমে টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল বার্সেলোনা। জিরোনার সঙ্গে ড্রয়ের পর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান (১৩)। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় লা লিগার শীর্ষে বার্সেলোনা।

 

.