অসি দলে১১ জনের মধ্যে ৮ জনেরই টেস্ট খেলার যোগ্যতাই নেই: পন্টিং
অ্যাসেজে অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্সের বেজায় চোটেছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক সাফ বলেছেন এই অসি দলে আটজন ক্রিকেটারের টেস্ট ম্যাচ খেলার যোগ্যতাই নেই। এই দলের বেশিরভাগ ক্রিকেটারের টেস্ট খেলার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন পন্টিং। ঘরের মাঠে ৫-০ তে জিতলেও এবার ইংল্যান্ডে গিয়ে অ্যাসেজ হাতছাড়া করেছেন মাইকেল ক্লার্করা। ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম ইনিংসে ৬০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এবারের অ্যাসেজে বারবার ভেঙে পড়েছেঅসিদের ব্যাটিং লাইন আপ। সুই বোলিংয়ের সামনে অসহায় লেগেছে ক্লার্ক, স্মিথদের। পন্টিংয়ের সোজাসুজি জানিয়েছেন ব্যাটিংয়ের পাশাপাশি তার দেশের বোলিং নিয়েও যথেষ্ট সমস্যা রয়েছে।
ব্যুরো: অ্যাসেজে অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্সের বেজায় চোটেছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক সাফ বলেছেন এই অসি দলে আটজন ক্রিকেটারের টেস্ট ম্যাচ খেলার যোগ্যতাই নেই। এই দলের বেশিরভাগ ক্রিকেটারের টেস্ট খেলার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন পন্টিং। ঘরের মাঠে ৫-০ তে জিতলেও এবার ইংল্যান্ডে গিয়ে অ্যাসেজ হাতছাড়া করেছেন মাইকেল ক্লার্করা। ট্রেন্টব্রিজ টেস্টে প্রথম ইনিংসে ৬০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এবারের অ্যাসেজে বারবার ভেঙে পড়েছেঅসিদের ব্যাটিং লাইন আপ। সুই বোলিংয়ের সামনে অসহায় লেগেছে ক্লার্ক, স্মিথদের। পন্টিংয়ের সোজাসুজি জানিয়েছেন ব্যাটিংয়ের পাশাপাশি তার দেশের বোলিং নিয়েও যথেষ্ট সমস্যা রয়েছে।