নিষিদ্ধ ওষুধ সেবন, পৃথ্বী শ'কে ৮ মাসের জন্য সাসপেন্ড করল বিসিসিআই
ওয়াডার নিষিদ্ধ ওষুধের তালিকায় থাকা মাদক সেবন করেছিলেন মুম্বইয়ের প্রতিশ্রুতিমান তারকা।
নিজস্ব প্রতিবেদন: ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ৮ মাসের জন্য সাসপেন্ড হলেন প্রতিশ্রুতিমান ক্রিকেটার পৃথ্বী শ। বিসিসিআই জানিয়েছে, নিষিদ্ধ ওষুধ সেবন করায় সাসপেন্ড করা হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার নথিভূক্ত ক্রিকেটার পৃথ্বীকে। ওই ওষুধ সাধারণত কাশির সিরাপে মেলে।
ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে তাঁর মূত্র পরীক্ষার করা হয়। তাতে মিলেছে নিষিদ্ধ ওষুধ টার্বুটালিন। ওয়াডার নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে সেটি।
Board of Control for Cricket in India (BCCI): Prithvi Shaw registered with Mumbai Cricket Association, has been suspended for a doping violation for 8 months. Mr. Shaw had inadvertently ingested a prohibited substance, which can be commonly found in cough syrups. pic.twitter.com/m0bUnXrQC6
— ANI (@ANI) July 30, 2019
বিসিসিআই জানিয়েছে, চলতি বছরের ১৬ জুলাই ডোপ পরীক্ষায় ফেল করেন পৃথ্বী শ। বিসিসিআইয়ের ডোপ বিরোধী আইনের ২.১ অনুচ্ছেদে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন সাউ। তিনি যুক্তি দিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে ওই ওষুধ সেবন করেছিলেন। সর্দি-কাশি দূর করতে খেয়েছিলেন সিরাপ। তাঁর ব্যাখ্যায় অসঙ্গতি খুঁজে পায়নি বিসিসিআই। তারা মনে করে, অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ ঔষধ সেবন করেছিলেন পৃথ্বী শ। সবরকম প্রমাণ ও বিশেষজ্ঞের মতামত খতিয়ে দেখার পর ৮ মাসের জন্য পৃথ্বী শ'কে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।