অলিম্পিক্সে ইতিহাস লিখলেন PV Sindhu, টুইট শুভেচ্ছায় ভাসলেন দেশের স্টার শাটলার
অলিম্পিক্সে ইতিহাস লিখলেন পিভি সিন্ধু।
নিজস্ব প্রতিবেদন: গতবার (Rio Olympics 2016) অলিম্পিক্সে রুপো জয়ী পিভি সিন্ধু (PV Sindhu) টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন। রবিবাসরীয় বিকেলে চিনের হি বিংজিয়াওকে ব্রোঞ্জ পদক ম্যাচে উড়িয়ে দিলেন দেশের স্টার শাটলার। সিন্ধু জিতলেন ২১-১৩, ২১-১৫ ব্যবধানে।
সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জিতলেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়লেন তিনি। এই জয়ের পর রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে।
P V Sindhu becomes the first Indian woman to win medals in two Olympic games. She has set a new yardstick of consistency, dedication and excellence. My heartiest congratulations to her for bringing glory to India.
(@rashtrapatibhvn) August 1, 2021
We are all elated by the stellar performance by @Pvsindhu1. Congratulations to her on winning the Bronze at @Tokyo2020. She is India’s pride and one of our most outstanding Olympians. #Tokyo2020 pic.twitter.com/O8Ay3JWT7q
(@narendramodi) August 1, 2021
আরও পড়ুন: Tokyo Olympics 2020: ব্রোঞ্জ জিতলেন PV Sindhu, ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক
Fantastic game by India’s Badminton player @Pvsindhu1! Congratulations to her for the Bronze medal in the #Olympics. She has made the country proud on several occasions by achieving remarkable success. Today she has done it again! #TokyoOlympics2020
(@rajnathsingh) August 1, 2021
টোকিওতে যে দুরন্ত ফর্মে ছিলেন তিনি, অনেকেই মনে করেছিলেন যে, তিনি এবার সোনা জিততে চলেছেন। কিন্তু গতকালই সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় তাই জু ইংয়ের কাছে হেরে যান সিন্ধু। ফলে সোনা বা রুপো জেতার সম্ভাবনাও শেষ হয়ে যায় তাঁর। দেশবাসী চেয়েছিলেন সিন্ধু অন্তত ব্রোঞ্জ নিয়েই ফিরুক দেশে। আর সেটাই হলো। অসাধারণ খেলে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু। সিন্ধুর এই সুসংবাদের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)