MS Dhoni vs Virat Kohli: অধিনায়কত্ব নিয়ে ধোনি ও বিরাটের ঠান্ডা লড়াই চলছিল! প্রাক্তন ফিল্ডিং কোচের বইতে বিস্ফোরক তথ্য
২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেন 'ক্যাপ্টেন কুল'। এর দুই বছর পর একদিনের ক্রিকেটের ব্যাটনও বিরাটের হাতে তুলে দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শ্রীধর তাঁর বইতে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার সম্পর্ক নিয়ে এমন বিস্ফোরক তথ্য তুলে ধরার পর থেকে উত্তাল হয়েছে ভারতীয় ক্রিকেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের সামগ্রিক উন্নতি ও অধিনায়কত্ব শেখা নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) সবসময় মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ধন্যবাদ জানিয়ে থাকেন। খারাপ সময় কীভাবে টিম ইন্ডিয়ার (Team India)প্রাক্তন অধিনায়ক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেটা বারবার বহু জায়গায় বলেছেন 'কিং কোহলি'। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর.শ্রীধরের (R Sridhar) বই অনুসারে দুই মহাতারকার সম্পর্ক কিন্তু এমন ছিল না। ধোনি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নাকি বিরাট তাঁর কাছ থেকে সীমিত ওভারের অধিনায়কত্বও কেড়ে নিতে চেয়েছিলেন। নিজের বইতে এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন শ্রীধর! সেই সময় নাকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন, তৎকালীন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)!
'Coaching Beyond- My days with the Indian Cricket Team' শীর্ষক বইতে শ্রীধর দাবি করেছেন, '২০১৪-১৫ সালে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাটকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তারপর থেকেই সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়ক হওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন বিরাট। সাদা বলের অধিনায়কত্বে বিরাটের আগ্রহ সবচেয়ে বেশি হয়েছিল ২০১৬ সাল নাগাদ। সেই সময় ও এমন কিছু বলেছিল যাতে সেটা প্রকাশ্যেও চলে এসেছিল। সেই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খোদ আসরে নেমেছিলেন কোচ রবি শাস্ত্রী'।
আরও পড়ুন: Exclusive Rahul Dravid: শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!
আরও পড়ুন: Kuldeep Yadav, IND vs SL: ম্যাচের সেরা হয়ে কাকে ধন্যবাদ জানালেন 'কামব্যাক ম্যান' কুলদীপ?
সেই ঘটনা উল্লেখ করতে গিয়ে শ্রীধর আরও লিখেছেন, 'একদিন বিরাটকে ডেকে শাস্ত্রী বলেন যে, ধোনি তোমাকে টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে। ওকে সম্মান করো। যখন সময় হবে, তখন সাদা বলের ক্রিকেটেও ধোনি তোমাকে অধিনায়কত্ব ছেড়ে দেবে। আজ যদি তুমি ওকে সম্মান না করো, তাহলে আগামী দিনে তুমিও তোমার জুনিয়রদের কাছে সম্মান পাবে না। আশেপাশে কী হচ্ছে ভেবো না, ধোনিকে সম্মান করো। অধিনায়কত্বের পিছনে ছুটবে না। ওটা নিজের সময়ে তোমার হাতে চলে আসবে।'
২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেন 'ক্যাপ্টেন কুল'। এর দুই বছর পর একদিনের ক্রিকেটের ব্যাটনও বিরাটের হাতে তুলে দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শ্রীধর তাঁর বইতে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার সম্পর্ক নিয়ে এমন বিস্ফোরক তথ্য তুলে ধরার পর থেকে উত্তাল হয়েছে ভারতীয় ক্রিকেট। ধোনি কোনও ইস্যু নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না। সোশ্যাল মিডিয়াতেও নিজের মন্তব্য তুলে ধরতে তিনি নারাজ। এবার এই ইস্যু নিয়ে বিরাট কিছু বলেন কিনা সেটাই দেখার।