কার্যত ঘাম না ঝড়িয়েই রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নাদাল
কার্যত ঘাম না ঝড়িয়েই রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পৌছে গেলেন রাফায়েল নাদাল। ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যান স্পেনেরই নিকোলাস আলমাগ্রো। প্রথম সেট চলাকালীনই ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। তাই সেভাবে প্র্যাকটিস করারও সূযোগ পেলেন না রাফায়েল নাদাল। বরং, খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে আলমাগ্রোকে কোর্ট থেকে বেরিয়ে যেতে সাহায্যও করেন রাফা।
ওয়েব ডেস্ক : কার্যত ঘাম না ঝড়িয়েই রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পৌছে গেলেন রাফায়েল নাদাল। ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে বেরিয়ে যান স্পেনেরই নিকোলাস আলমাগ্রো। প্রথম সেট চলাকালীনই ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। তাই সেভাবে প্র্যাকটিস করারও সূযোগ পেলেন না রাফায়েল নাদাল। বরং, খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে আলমাগ্রোকে কোর্ট থেকে বেরিয়ে যেতে সাহায্যও করেন রাফা।
আরও পড়ুন আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল ভারত
এই জয়ের ফলে রোমে পঞ্চাশতম ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল। এরই সঙ্গে নাদালের বিরুদ্ধে তিনটি সাক্ষাতেই হারতে হল আলমাগ্রোকে। তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের স্টানিসলাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন নাদাল।
আরও পড়ুন ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড যেন এখন ড্র ইউনাইটডে পরিণত হয়েছে