২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন সচিন-সৌরভ! কেন খেলতে পারেননি? জানা গেল এতদিন পরে
শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতত্বাধীন ভারতীয় দল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়
নিজস্ব প্রতিবেদন: ২০০৭ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ার পর আইসিসি-র প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি দু'জনেই খেলতে চেয়েছিলেন। কিন্তু কেন খেলতে পারেননি? এতদিন পরে সেই কথাই জানালেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার কোচ লালচাঁদ রাজপুত।
লালচাঁদ রাজপুত জানিয়েছেন, "২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ড সফরের মাঝে দুজনেই মানসিকভাবে বিশ্বকাপে খেলার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রাহুল দ্রাবিড় সৌরভ এবং সচিনকে অনুরোধ করেন এই বিশ্বকাপে না খেলার জন্য। তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই রাহুল সৌরভ-সচিনের কাছে অনুরোধ জানায়।"
শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতত্বাধীন ভারতীয় দল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে নেয় যুবরাজ, গম্ভীররা।
আরও পড়ুন - মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত 'বক্সিং ডে' টেস্ট হবে না?