চলে গেলেন জাতীয় দলে না খেলা, রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রাজিন্দর গোয়েল

দীর্ঘ ২৪ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০ উইকেট তাঁর ঝুলিতে। যা এখনও ঘরোয়া ক্রিকেটে রেকর্ড।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 22, 2020, 12:41 PM IST
চলে গেলেন জাতীয় দলে না খেলা, রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রাজিন্দর গোয়েল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁ হাতি স্পিনার। রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। অথচ কোনও দিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগই পাননি। সেই রাজিন্দর গোয়েল চলে গেলেন। বেশ কয়েকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। রবিবার ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ ২৪ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০ উইকেট তাঁর ঝুলিতে। যা এখনও ঘরোয়া ক্রিকেটে রেকর্ড। খেলেছেন হরিয়ানা, পঞ্জাব এমনকী দিল্লির হয়েও। রঞ্জি ট্রফিতে তাঁর শিকার ৬৩৭ উইকেট। যা এখনও রেকর্ড। কিন্তু এ হেন রাজিন্দর গোয়েল ভারতের হয়ে সরকারি টেস্ট খেলার সুযোগটাই পাননি কখনও। প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। জাতীয় দলের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ মেলেনি। বিষেন সিং বেদী, দিলীপ দোশি-এদের কারণেই জাতীয় দলে সুযোগ পাননি বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

ছয়ের দশক থেকে আটের দশক, ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে ভেলকি দেখিয়েছেন বাঁ হাতি কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল।  ক্রিকেট থেকে অবসরের পর হরিয়ানাতে প্রতিভা তুলে আনার কাজে লেগে পড়েন। হরিয়ানার নির্বাচক হিসেবেও দীর্ঘদিন ছিলেন। ২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবন স্বীকৃতি হিসেবে সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।

 

আরও পড়ুন - শ্রীসান্থও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, পিছিয়ে আসেন একটাই কারণে

.