রাঁচিতে প্রথম টেস্ট, মাহিই নেই, হতাশ ঝাড়খন্ড!

রাঁচির বুকে প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। অথচ এই ঐতিহাসিক ম্যাচে নেই ঝাড়খন্ডের সোনার ছেলে মহেন্দ্র সিং ধোনি। হতাশ ঝাড়খন্ডের দর্শকরা। ধোনির একদা সতীর্থ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও চাইছেন ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে অন্তত একদিন উপস্থিত থাকুন তাদের প্রিয় মাহি।(রানের বিচারে টি২০ ক্রিকেটে বিরাট কোহলিকেও টপকে গেলেন মহম্মদ শাহাজাদ)

Updated By: Mar 14, 2017, 10:08 PM IST
রাঁচিতে প্রথম টেস্ট, মাহিই নেই, হতাশ ঝাড়খন্ড!

ব্যুরো: রাঁচির বুকে প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। অথচ এই ঐতিহাসিক ম্যাচে নেই ঝাড়খন্ডের সোনার ছেলে মহেন্দ্র সিং ধোনি। হতাশ ঝাড়খন্ডের দর্শকরা। ধোনির একদা সতীর্থ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও চাইছেন ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে অন্তত একদিন উপস্থিত থাকুন তাদের প্রিয় মাহি।(রানের বিচারে টি২০ ক্রিকেটে বিরাট কোহলিকেও টপকে গেলেন মহম্মদ শাহাজাদ)
                             
আন্তর্জাতিক টেস্ট ম্যাচের ভেনু হিসেবে অভিষেক হচ্ছে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচি। আর এই ঐতিহাসিক ম্যাচ জিতবে না ভারত? তা কি হয়? তাই টেস্ট জিততে মরিয়া কুম্বলে থেকে কোহলি সকলেই। রাঁচিতে জিতে সিরিজে এগিয়ে যাওয়ায় লক্ষ্য কোহলি ব্রিগেডের। (বিরাট কোহলির সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন বাবর আজম)

.