Hanuma Vihari, Ranji Trophy Quarter Final 2023: ভেঙে গিয়েছে কব্জি, বাঁ হাতে ব্যাট করলেন লড়াকু হনুমা বিহারী
হনুমার বাঁ হাতে ব্যাট করার সেই ভিডিয়ো দেখে সবাই উদ্বুদ্ধ হয়েছে। এবং সেটাও আবেশ খানের মতো পেসারের বিরুদ্ধে। ইনদওরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে তুলল ৩৭৯ রান।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসের লড়াই মনে আছে? সেই স্মৃতি ফের একবার বাইশ গজে ফিরিয়ে আনলেন হনুমা বিহারী (Hanuma Vihari)। সেবার হ্যামস্ট্রিংয়ের চোট উপেক্ষা করে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) সঙ্গে নিয়ে লড়েছিলেন। ফলে সেই টেস্ট ড্র করেছিল টিম ইন্ডিয়া (Team India)। এবার রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) মঞ্চে ভাঙা বাঁ হাতের কব্জি ভেঙে গেলেও, বুক চিতিয়ে লড়লেন অন্ধ্রপ্রদেশের (Andhra Prasdesh) অধিনায়ক। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এমন নজির গড়লেন হনুমা। সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি।
হনুমার বাঁ হাতে ব্যাট করার সেই ভিডিয়ো দেখে সবাই উদ্বুদ্ধ হয়েছে। এবং সেটাও আবেশ খানের মতো পেসারের বিরুদ্ধে। ইনদওরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে তুলল ৩৭৯ রান। হনুমা করলেন ৫৭ বলে ২৭ রান। পরে তিনি সারাংশ জৈনের বলে আউট হন।
— Rahul Sisodia (@Sisodia19Rahul) February 1, 2023
— Saiyami Kher (@SaiyamiKher) February 1, 2023
আবেশ খানের বাউন্সারে বাঁহাতের কব্জি ভেঙে যায় হনুমার। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। তবে পরে মাঠে ফেরেন হনুমা। সকলকে হতবাক করে দিয়ে। যদিও বাঁহাতের কব্জি ভাঙা থাকায় তিনি ডানহাতে ব্যাট করেননি। কারণ, ডান হাতে ব্যাট করলে বাঁহাতের কব্জিতে ফের চোট লাগার আশঙ্কা ছিল। তাই সবাইকে অবাক করে বাঁহাতে ব্যাট করলেন তিনি।
আরও পড়ুন: Virushka: ভামিকার সঙ্গে কাটাচ্ছেন সময়, অন্য 'বাবা' বিরাটকে ফের সামনে আনলেন অনুষ্কা
আরও পড়ুন: Border Gavaskar Trophy 2023: কামিন্সদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে সম্ভবত নেই শ্রেয়স, বদলি কে?
যখন চোট পেয়েছিলেন, ৩৭ বলে ১৬ রান করেছিলেন হনুমা। চোট পাওয়ার পর স্ক্যান করিয়ে দেখা যায়, তাঁর কব্জি ভেঙেছে। ৫ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হনুমাকে। অন্ধ্রপ্রদেশ দল ঠিক করে, প্রয়োজন পড়লে তবেই ফের মাঠে নামবেন হনুমা।
ম্যাচে সেঞ্চুরি করেন অন্ধ্রের দুই ব্যাটার রিকি ভুঁই ও কর্ণ শিণ্ডে। একটা সময় ৩২৩/২ ছিল স্কোর। তারপরই ব্যাটিং বিপর্যয়। ৩৫৩/৯ হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। সেই সময়ই মাঠে ফেরেন হনুমা। বাঁহাতে ব্যাটিং শুরু করেন। পুরো টেপ জড়িয়ে রেখেছিলেন বাঁহাতে। কার্যত এক হাতেই ব্যাট করেন। লাঞ্চের সময় প্রায় ১০ ওভার ব্য়াটিং করে দশম উইকেটে ২৬ রান যোগ করেছিলেন হনুমা ও ললিত মোহন। আবেশকে বাউন্ডারিও মারেন হনুমা।