রবি শাস্ত্রী নাকি অন্য কেউ? আজ জানা যাবে কোহলিদের পরবর্তী কোচ কে

শুক্রবার সন্ধ্যা ৭টায় সাংবাদিক সম্মেলনে রোহিত-কোহলিদের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে সেই উপদেষ্টা কমিটি। 

Updated By: Aug 16, 2019, 12:54 PM IST
রবি শাস্ত্রী নাকি অন্য কেউ? আজ জানা যাবে কোহলিদের পরবর্তী কোচ কে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটমহলের একাংশ বলছে, রবি শাস্ত্রীই বহাল থাকছেন। আরেক অংশ তা মানতে নারাজ। তাঁদের দাবি, বোর্ডের সিওএ কমিটি শাস্ত্রীর বদলে অন্য কাউকে কোহলিদের হেডস্যর হিসাবে আনতে চাইছে। যাই হোক, ভারতীয় দলের কোচ বাছাইয়ের নাটক-পর্ব আজ অবসান হবে। সন্ধ্যে সাতটা নাগাদ জানা যাবে, শাস্ত্রীই বহাল থাকছেন, নাকি অন্য কেউ টিম ইন্ডিয়ার কোচ হয়ে আসছেন! চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পর শেষ হচ্ছে কোচ রবি শাস্ত্রীর মেয়াদ। নতুন কোচ বাছাই করতে গত মাসের শেষে তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। শুক্রবার সন্ধ্যা ৭টায় সাংবাদিক সম্মেলনে রোহিত-কোহলিদের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে সেই উপদেষ্টা কমিটি। 

আরও পড়ুন-  স্বাধীনতা দিবসে সুখবর, ১৮ বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে সোনা জেতালেন দীপক

তিন সদস্যের উপদেষ্টা কমিটিতে তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব ছাড়াও রয়েছেন অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামী। অ্যাডভাইসরি কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড একপ্রকার নিশ্চিত, টিম ইন্ডিয়ার হেড কোচের পদে বহাল থাকবেন রবি শাস্ত্রীই। ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টেরও কোচ হিসাবে প্রথম পছন্দ রবি শাস্ত্রী। যদিও জানা যাচ্ছে, কোচ বাছাইয়ের চূড়ান্ত তালিকায় ছয় জন আবেদনকারী রয়েছেন। সেই তালিকায় রবি শাস্ত্রী ছাড়াও রয়েছেন টম মুডি, ফিল সিমনস্, মাইক হেসন, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।

আরও পড়ুন-  কোহলির কীর্তি! এক দশকে ২০,০০০ আন্তর্জাতিক রান করে বিরাটের বিশ্বরেকর্ড

বিসিসিআই-এর খবর, শুক্রবার সারাদিন ধরে অন্তিম পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হবে হেড কোচের পদের ছয় দাবিদারের। তবে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকার ফলে ইন্টারভিউতে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না রবি শাস্ত্রী। ভিডিয়ো কনফারেন্স-এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করবেন তিনি। অন্যদিকে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে সশরীরে উপস্থিত থেকে ইন্টারভিউ দিচ্ছেন বাকি পাঁচ আবেদনকারী। ইতিমধ্যেই ইন্টারভিউ দিতে পৌঁছে গিয়েছেন তাঁরা। নিউজিল্যান্ড দলের প্রাক্তন কোচ হেসন জানান, কোচ হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।  

.