শ্রীলঙ্কায় IPL! বিদেশের মাটিতে আইপিএলের প্রস্তাব দিলেন বিরাটদের কোচ কাটিচও
বিসিসিআই এর কাছে আইপিএল আয়োজন করতে চেয়ে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: ২০০৯ সালের পর আবারও আইপিএল হতে পারে বিদেশের মাটিতে! সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। করোনার ধাক্কায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বিসিসিআই (BCCI)। বিপুল ক্ষতির কথা মাথায় রেখে মেগা ফ্র্যাঞ্চাইজি লিগকে বাতিলও ঘোষণা করতে পারছে না ভারতীয় বোর্ড।
এই অবস্থায় শ্রীলঙ্কায় IPL আয়োজন করতে উদ্যোগী হল সেদেশের ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর কাছে আইপিএল আয়োজন করতে চেয়ে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের তুলনায় শ্রীলঙ্কায় করোনা সংক্রমণ অনেকটাই কম। তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মনে করছে ভারতের থেকে অনেক আগেই শ্রীলঙ্কা করোনা মুক্ত হবে আইপিএলের মতো টুর্নামেন্ট আয়োজনের পরিকাঠামোও তাদের আছে বলে দাবি করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শামি সিলভা।
অন্যদিকে আইপিএলের বিকল্প ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার নাম প্রস্তাব করেছেন বিরাট কোহলিদের চিফ কোচ সাইমন ক্যাটিচ। প্রাক্তন তারকার দাবি অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় আইপিএল সরে গেলে তার দল খুশিই হবে।
আরও পড়ুন - জগমোহন ডালমিয়া না থাকলে আগেই শেষ হয়ে যেত শোয়েব আখতারের কেরিয়ার, দাবি প্রাক্তন PCB প্রধানের