অলিম্পিকে কোন খেলায় কারা পদক জিতল
এত সোনা, এত পদকের খবর এই কদিনে পেলেন সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না! আচ্ছা নিন এক নজরে দেখে নিন কোন খেলায় কোন দেশ পদক জিতল।
ফুটবল
পুরুষদের
সোনা-ব্রাজিল
রূপো-জার্মানি
ব্রোঞ্জ-নাইজেরিয়া
মহিলাদের
সোনা-জার্মানি
রূপো-সুইডেন
ব্রোঞ্জ-কানাডা
হকি
পুরুষদের
সোনা-আর্জেন্টিনা
রুপো-বেলজিয়াম
ব্রোঞ্জ-জার্মানি
মহিলাদের
সোনা-গ্রেট ব্রিটেন
রূপো-নেদারল্যান্ডস
ব্রোঞ্জ- জার্মানি
ভলিবল-
বিচ ভলিবল পুরুষদের
সোনা- ব্রাজিল, রূপো-ইতালি, ব্রোঞ্জ-নেদারল্যান্ডস
বিচ ভলিবল মহিলাদের
সোনা-জার্মানি, রূপো-ব্রাজিল, ব্রোঞ্জ-ব্রাজিল।
ইন্ডোর ভলিবল পুরুষদের-
সোনা জয়ের ম্যাচে মুখোমুখি- ইতালি বনাম ব্রাজিল
ইন্ডোর ভলিবল মহিলাদের-
সোনা-চিন, রূপো-সার্বিয়া, ব্রোঞ্জ-আমেরিকা
বাস্কেটবল
বাস্কেটবল-ফাইনালে খেলবে আমেরিকা বনাম সার্বিয়া
ব্রোঞ্জের ম্যাচে খেলবে স্পেন বনাম অস্ট্রেলিয়া
ব্যাডমিন্টন-
পুরষদের সিঙ্গলস- চেন লং (চিন)
মহিলাদের সিঙ্গলস-ক্যারোলিনা মারিন (স্পেন)
পুরুষদের ডাবলস- চিন
মহিলাদের ডাবলস- জাপান
মিক্সড ডাবলস-ইন্দোনেশিয়া
টেনিস-
পুরুষদের সিঙ্গলস সোনা-অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন)
মহিলাদের সিঙ্গলস সোনা-মনিকা পুইগ (পুয়ের্তো রিকো)
পুরুষদের ডাবলসে সোনা- রাফায়েল নাদাল ও মার্ক লোপেজ (স্পেন)
মহিলাদের ডাবলসে সোনা- একতারিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা (রাশিয়া)
মিক্সড ডাবলসে সোনা-বাথানি মাটেক সক (আমেরিকা)
ভলিবল-
পুরুষদের দলগত-
সোনা জয়ের ম্যাচে মুখোমুখি
ব্রাজিল বনাম ইতালি।
ব্রোঞ্জ জয়ের ম্যাচে মুখোমুখি
আমেরিকা বনাম রাশিয়া
মহিলাদের দলগত
সোনা-চিন, রূপো-সার্বিয়া, ব্রোঞ্জ-আমেরিকা
তিরন্দাজি
এই খেলার চারটি সোনাই জিতেছে দক্ষিণ কোরিয়া। একটা করে রূপো জিতেছে আমেরিকা,জার্মানি, ফ্রান্স, রাশিয়া। একটা করে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া,চাইনিজ তাইপে। দক্ষিণ কোরিয়া চারটে সোনার পাশাপাশি একটা ব্রোঞ্জও জিতেছে।
শ্যুটিং
এই খেলায় ১৫টি সোনা ছিল। তার মধ্যে চারটে জিতেছে ইটালি, ৩টি জার্মানি জিতেছে। ভিয়েতনাম, আইওএ, গ্রিস, চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া একটা করে সোনা জিতেছে।
সাঁতার-
৩৫টি সোনা ছিল এই খেলায়। তার মধ্যে ১৬টি সোনাই জিতেছে আমেরিকা। মাইকেল ফেল্পস একাই জিতেছেন ৫টা সোনা, ১টা ব্রোঞ্জ। আমেরিকার পর সবচেয়ে বেশি সোনা জিতেছে অস্ট্রেলিয়া (৩টি সোনা)।
রাগবি সেভেন
পুরুষদের সোনা- ফিজি
মহিলাদের সোনা- অস্ট্রেলিয়া
গল্ফ
পুরুষ ব্যক্তিগত
সোনা- জাস্টিন রোজ (গ্রেট ব্রিটেন)
মহিলাদের ব্যক্তিগত
সোনা-ইনবি পার্ক (দক্ষিণ কোরিয়া)
অ্যাথলেটিক্স
পুরুষদের--
১০০ মিটার দৌড়
সোনা- উসেইন বোল্ট (জামাইকা/৯.৮১ সেকেন্ড)
২০০ মিটার দৌড়
সোনা-উসেইন বোল্ট (জামাইকা, ১৯.৭৮ সেকেন্ড)
৪০০ মিটার দৌড়-
সোনা- ওয়েড ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা, ৪৩.০৩ সেকেন্ড)
৮০০ মিটার দৌড়-
সোনা- ডেভিড রুশিদা (কেনিয়া)
১৫০০ মিটার দৌড়
সোনা- ম্যাথুউ সেন্ট্রোউত্জ জুনিয়ার (আমেরিকা)
৫ হাজার মিটার দৌড়
সোনা- মো ফারাহ (গ্রেট ব্রিটেন)
১০ হাজার মিটার দৌড়-
সোনা- মো ফারাহ (গ্রেট ব্রিটেন)
১১০ মিটার হার্ডলস-
সোনা-ওমর ম্যাকলিওড (জামাইকা)
৪০০ মিটার হার্ডলস
সোনা- কেরন ক্লিমেন্ট (আমেরিকা)
৩০০০ মিটার স্টিপেলচেস-
সোনা- কনসেসলাস কিপরুতো (কেনিয়া)
4 × 100 মিটার রিলে
সোনা-টিম জামাইকা
4 × 400 মিটার রিলে
সোনা-টিম আমেরিকা
২০ কিমি হাঁটা-
সোনা-ওয়ান ঝেং (চিন)
৫০ কিমি হাঁটা-
সোনা- মেকাদ তো (স্লোভাকিয়া)
হাইজাম্প
সোনা- ডেরেক ড্রোউইন (কানাডা)
পোলভল্ট
সোনা- থিয়াগো ব্রাজ দা সিলভা (ব্রাজিল)
লংজাম্প
জেফ হ্যান্ডারসন (আমেরিকা)
ট্রিপল জাম্প
সোনা- ক্রিশ্চিয়ান টেলর (আমেরিকা)
শট পুট
সোনা- রায়ান ক্রোউসের (আমেরিকা)
ডিসকাস থ্রো
সোনা- ক্রিস্টোফ হার্টিং (জার্মানি)
হ্যামার থ্রো
সোনা-দিলশোধ নাজারোভ (তাজাকিস্তান)
জ্যাভলিন থ্রো
সোনা- থমাস রোহলার
ডেকাথেলন
সোনা- অ্যাস্টন ইটঅন (আমেরিকা)
মহিলাদের অ্যাথলেটিক্স
১০০ মিটার দৌড়-
সোনা- এলেইন থমসন (জামাইকা, ১০.৭৮ সেকেন্ড)
২০০ মিটার দৌড়-
সোনা- এলেইন থমসন (জামাইকা, ২১.৭৮ সেকেন্ড)
৪০০ মিটার দৌড়-
সোনা-সোনে মিলার (বাহামাস)
৮০০ মিটার দৌড়-
সোনা-কাস্টার সিমেনিয়া (দক্ষিণ আফ্রিকা)
১৫০০ মিটার দৌড়-
সোনা- ফেথ কিপইয়গন (কেনিয়া)
৫০০০ মিটার দৌড়-
সোনা-ভিভিয়ান চেরুওট (কেনিয়া)
১০ হাজার মিটার দৌড়
সোনা- আলমাজ আয়ানা (ইথিওয়পিয়া)