Dhoni-Pant: ধোনির দখলে বিগত ১৭ বছর ছিল এই অনন্য রেকর্ড! নিজের নামে লিখিয়ে নিলেন পন্থ

১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন ইনিংস খেলেলেন পন্থ। ৮৯ বলে সেঞ্চুরি এসেছে পন্থের। আর এর সঙ্গেই পন্থ ভেঙে দিলেন কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) রেকর্ড।

Updated By: Jul 2, 2022, 12:44 PM IST
Dhoni-Pant: ধোনির দখলে বিগত ১৭ বছর ছিল এই অনন্য রেকর্ড! নিজের নামে লিখিয়ে নিলেন পন্থ
ধোনিকে ছাপিয়ে গেলেন পন্থ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষে আলোচনায় শুধু একটাই নাম, ঋষভ পন্থ ((Rishabh Pant)। উত্তরাখণ্ডের বছর চব্বিশের যুবক ফের মহাকাব্যিক ইনিংস খেলে ফেললেন।  ১৫০-র মধ্যে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন পন্থ। 

১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন আগুনে ইনিংস খেলেলেন পন্থ। ৮৯ বলে সেঞ্চুরি এসেছে পন্থের। আর এর সঙ্গেই পন্থ ভেঙে দিলেন কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) ১৭ বছরের পুরনো রেকর্ড। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসাবে ধোনি দ্রুততম টেস্ট শতরানের রেকর্ড করলেন। ২০০৫ সালে ধোনি পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে টেস্ট শতরান করেছিলেন। পন্থ প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে জোড়া শতরান করার নজির গড়লেন। এশিয়ার বাইরে পন্থের ব্যাট থেকে চলে এল চতুর্থ টেস্ট শতরান। ভারতের বাকি উইকেটকিপার-ব্যাটারদের মিলিত প্রয়াসে রয়েছে ৩টি সেঞ্চুরি।

এজবাস্টন টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ভারতের হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা কাঁধে-কাঁধ মিলিয়ে করেছেন পন্থ ও জাদেজা। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে শক্ত হাতে টানলেন সিনিয়র-জুনিয়র মিলে। । ৮৩ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন জাদেজা। ষষ্ঠ উইকেটে় জুটি বেঁধে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেছেন তাঁরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের এটি যুগ্ম ভাবে চতুর্থ সর্বাধিক রানের পার্টনারশিপ। ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় জুটি হিসাবে ষষ্ঠ উইকেটে পন্থ-জাদেজা সর্বাধিক রানের রেকর্ড করলেন।

আরও পড়ুন: Pant-Jadeja: এজবাস্টনে ঐতিহাসিক ২২২! পন্থ-জাদেজার ব্যাটে ভেঙে চুরমার একাধিক রেকর্ড

আরও পড়ুনRishabh Pant: সচিন থেকে সৌরভ, পন্থের প্রশংসায় মুখরিত বাইশ গজ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.