ওকে আউট করার দরকার নেই, অজি ক্যাপ্টেনকে অভিনব শব্দে স্লেজিং ফেরালেন পন্থ

একটা সময় পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। তখনই সুযোগ বুঝে স্লেজিং শুরু করেন পন্থ।

Updated By: Dec 29, 2018, 05:03 PM IST
ওকে আউট করার দরকার নেই, অজি ক্যাপ্টেনকে অভিনব শব্দে স্লেজিং ফেরালেন পন্থ

নিজস্ব প্রতিনিধি : ইটের বদলে পাটকেল। সোজা হিসাব। ছাড়াছাড়ির কোনও জায়গা নেই। অস্ট্রেলিয়াকে নিজেদের থুতু গিলতে বাধ্য করছে বিরাট কোহলির ভারত। কোহলির এই দলের কোনও ক্রিকেটার স্লেজিং মুখ বুজে মেনে নেবেন না বলে পণ করেছেন যেন! অজিরা যেমন ব্যবহার করবে, মাঠে সেটাই ফিরিয়ে দিয়ে আসবে কোহলির ভারত। সিরিজ শুরুর প্রথম দিন থেকে ব্যাট-বলের বাইরেও একটা লড়াই চলছে কোহলি বনাম পেনের দলের। সেই যুদ্ধে ভারতীয় শিবিরের সেনাপতির কাজ করছেন ঋষভ পন্থ। উইকেটের পিছনে দাঁড়িয়ে নাগাড়ে মাইন্ডগেম খেলছেন দিল্লির কিপার। অজি ব্যাটসম্যানদের একাগ্রতা নষ্ট করতে তিনি যেন সেরা ভূমিকা নিচ্ছেন। তবে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে ঋষভ পন্থ স্লেজিং করলেন বদলা নিতে। অজি অধিনায়ক টিম পেনের বিরুদ্ধে।

আরও পড়ুন-  চৈতন্য হল অস্ট্রেলিয়ার! অবশেষে কোহলি, পূজারার থেকে শিখতে চাইছে অজিরা

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে ফিরেছেন ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলেও রয়েছেন ধোনি। অর্থাত্, এখনও ভারতীয় দলে পন্থের জমি শক্ত নয়। ঠিক এই জায়গাতেই বারবার আঘাত হানছিলেন পেন। ব্যাটিংয়ের সময় ঋষভ পন্থকে বলেছিলেন, এমএস ধোনি একদিনের স্কোয়াডে ফিরছে। তোমাকে তো তা হলে এবার বিগ ব্যাশে খেলতে হবে। এসো, হোবার্ট হ্যারিকেনে যোগ দাও। আমাদের দলে একজন ব্যাটসম্যান প্রয়োজন। পন্থ অবশ্য তখন পেনের এমন স্লেজিংয়ে খুব একটা পাত্তা দেননি। তবে মনে মনে নিশ্চয়ই রাগ পুষে রেখেছিলেন পন্থ। আর সেটাই ম্যাচের চতুর্থ দিন ফিরিয়ে দিলেন পেনকে। 

আরও পড়ুন-  জয় শুধু সময়ের অপেক্ষা, অস্ট্রেলিয়াকে মুখের উপর জবাব দেওয়ার পথে বিরাট কোহলি

ভারতীয় দল ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই কোনঠাঁসা হয়ে পড়ে অজিরা। একটা সময় পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। তখনই সুযোগ বুঝে স্লেজিং শুরু করেন পন্থ। সেই সময় ক্রিজে ছিলেন পেন। পন্থ তাঁকে সরাসরি কিছুই বলছিলেন না। ক্লোজ ফিল্ড-এ দাঁড়ানো মায়াঙ্ক আগরওয়ালকে লক্ষ্য করে পন্থ ক্রমাগত বলে চললেন, ''এবার একজন বিশেষ অতিথিকে পেয়েছি আমরা। টেম্পোরারি ক্যাপ্টন বলে কিছু শুনেছো মান্কি (মায়াঙ্ককে যে নামে ডাকে সতীর্থরা)! কী হল মান্কি বলো, কখনও অস্থায়ী অধিনায়ক বলে কিছু শুনেছো! ওকে আউট করার দরকার নেই। ওকে আমরা রেখে দেব। ও তো শুধু কথা বলতে পারে। আর কিছু পারবে না এমনিতেও।'' সব কিছুই সামনে এল স্টাম্প মাইকের সৌজন্যে। এর আগে একটা সময় পেন বেশ আক্রমণাত্মক হয়ে স্লেজিং করেছিলেন পন্থকে। বলেছিলেন, ''আমি ও আমার স্ত্রী বাইরে গেলে তুমি কি আমাদের বাচ্চা সামলাতে পারবে?'' সেসবই এবার ফিরিয়ে দিলেন পন্থ। উত্তপ্ত হয়ে উঠল মেলবোর্ন টেস্ট।

.