La Liga । Real Madrid: লিভারপুলকে হারিয়েও চিন্তায় রিয়াল, ডার্বিতে অনিশ্চিত আলাবা-রড্রিগো
লস কোলকোনেরোসের (Los Colchoneros) বিপক্ষে খেলা মিস করা প্রায় নিশ্চিত অস্ট্রিয়ান (Austria) ডিফেন্ডারে আলাবার। শনিবার তার জায়গায় নাচো (Nacho) মাঠে নামবেন বলে মনে করা হচ্ছে। রড্রিগো অ্যাটলেটির বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নির্ধারণের জন্য তাঁকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার অ্যানফিল্ডে (Anfield) লিভারপুলের (Liverpool) বিরুদ্ধে ব্যাপক জয়ের পরে রিয়াল মাদ্রিদ (Real Madrid) উত্তেজনার শিখরে থাকলেও তাঁদের সামনে রয়েছে চিন্তার মেঘ। অবিলম্বে পরবর্তী খেলায় ফিরে যেতে হবে তাদেরকে এবং সেখানেই কিছু খারাপ খবর রয়েছে দলের জন্য।
শনিবার অ্যাটলেটিকোর (Atletico Madrid) বিপক্ষে ডার্বির জন্য মাদ্রিদ নাও পেতে পারে ডেভিড আলাবা (David Alaba) এবং রড্রিগোকে (Rodrygo)। আলাবা এবং রড্রিগো দুজনেই লিভারপুলের বিরুদ্ধে সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন। জানা গিয়েছে এই সপ্তাহান্তে বার্নাবেউতে (Bernabeu) ডার্বির জন্য ম্যাচ ফিট হওয়ার লক্ষ্যে সময়ের বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি তাঁরা।
আলাবা মাঠের বাইরে
লস কোলকোনেরোসের (Los Colchoneros) বিপক্ষে খেলা মিস করা প্রায় নিশ্চিত অস্ট্রিয়ান (Austria) ডিফেন্ডারে আলাবার। শনিবার তার জায়গায় নাচো (Nacho) মাঠে নামবেন বলে মনে করা হচ্ছে।
আলাবা তাঁর আগের ইনজুরি থেকে সুস্থ হওয়ার পরে খুব বেশি দিন হয়নি। ফিরে আসার পর থেকে টানা চারটি পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছেন তিনি। এই খেলাগুলি ছিল আল আহলি, আল হিলাল, এলচে এবং ওসাসুনা-র বিরুদ্ধে।
যদিও, লিভারপুলের খেলার আগে প্রশিক্ষণের সময় ইডেন হ্যাজার্ডের (Eden Hazard) ট্যাকলের পরে চোট পান তিনি। এরপরেই অ্যানফিল্ডের খেলায় হাফ টাইম অবধিও খেলতে পারেননি তিনি এবং তাঁকে আবার সাইডলাইনে চলে আসতে হয়।
আরও পড়ুন: IFA: কোটা সিস্টেমে সন্তোষের দল! ক্রীড়ামন্ত্রীর এই অভিযোগে কী জবাব আইএফএ-র
রড্রিগোর জন্য আরও আশার খবর
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটটি কম গুরুতর বলে মনে করা হচ্ছে। যদিও তিনি অ্যাটলেটির বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নির্ধারণের জন্য তাঁকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মঙ্গলবার ৮১তম মিনিটে তাঁর বদলে অন্য খেলোয়াড় নামাতে হয় মাদ্রিদকে।