পারফরম্যান্সে নাখুশ কর্তারা, সরানো হল ভারতীয় পুরুষ হকি দলের হেড কোচকে
ওয়েব ডেস্ক: ভারতীয় পুরুষ হকি দলের হেড কোচের পদ থেকে রোলেন ওল্টম্যান্সকে সরিয়ে দিল হকি ইন্ডিয়া। হকি ইন্ডিয়া হাই পারফরম্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির তিন দিনের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কমিটির ২০ জন সদস্যের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, পারফরম্যান্স আশানুরূপ না হওয়াতেই চাকরি গিয়েছে ওল্টম্যান্সের। অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর ডেভিড জন।
আরও পড়ুন - গ্রাহক স্বার্থে SBI-এর তরফে নয়া উদ্যোগ
হকি ইন্ডিয়ার সদস্যদের মতে, গত কয়েক বছরে উপমহাদেশের বাইরে সেভাবে সাফল্য পায়নি দল। দলের পারফরম্যান্স আরও ভাল করতে গেলে বদল দরকার। সেই লক্ষ্যেই কোচ বদলের সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্ষেত্রে দলের সাফল্য নিশ্চিত করতে আগামী ২ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে হকি ইন্ডিয়া। কারণ, ২০১৮-য় রয়েছে এশিয়ান গেমস। আর ২০২০ তে রয়েছে হকি বিশ্বকাপ।