ফিরে এলেন রজার ফেডেরার
চ্যাম্পিয়নরা বোধহয় খারাপ ফর্ম কাটিয়ে এভাবেই স্বমহিমায় ফিরে আসেন। যেমন রজার ফেডেরারের ফিরে আসা। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ফেডএক্সপ্রেস।
Updated By: Nov 23, 2011, 10:09 PM IST
চ্যাম্পিয়নরা বোধহয় খারাপ ফর্ম কাটিয়ে এভাবেই স্বমহিমায় ফিরে আসেন। যেমন রজার ফেডেরারের ফিরে আসা। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ফেডএক্সপ্রেস। খেলার ফল ছয়-তিন,ছয়-শূন্য।এই জয়ের ফলে শেষ চারে পৌঁছলেন রজার ফেডেরার।নাদাল বনাম ফেডেরারের বিশ্বখ্যাত দ্বৈরথ দেখতে স্টেডিয়াম ভরিয়ে ছিলেন সাড়ে সতেরো হাজার দর্শক। কিন্তু এই একপেশে লড়াইয়ে একেবারেই মন ভরেনি দর্শকদের।