Dravid | Rohit | Virat: দ্রাবিড়-রোহিত-কোহলি ছেড়েছেন বিজনেস ক্লাস! নেপথ্যের কারণ শ্রদ্ধা বাড়াবে বহু গুণ

দীর্ঘ বিমান সফরে ভারতীয় পেসাররা পা ছড়িয়ে বসুক আরামে। এই ভাবনাতেই রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন না। ছেড়ে দিয়েছেন বিমানের সেরা আসন।

Updated By: Nov 8, 2022, 03:42 PM IST
Dravid | Rohit | Virat: দ্রাবিড়-রোহিত-কোহলি ছেড়েছেন বিজনেস ক্লাস! নেপথ্যের কারণ শ্রদ্ধা বাড়াবে বহু গুণ
দ্রাবিড়দের মহানুভবতায় মোহিত সকলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 WC 2022) ভারতীয় দলকে (Team India) বিমান পথে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে। ধাপে ধাপে হলেও, দূরত্ব অনকেটাই। কিন্তু টিম ইন্ডিয়ার তিন থিঙ্কট্যাঙ্ক- কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বিরাট স্বার্থত্যাগের দৃষ্টান্ত রেখেছেন। পুরো বিশ্বকাপে তাঁরা বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন না। বিমানের সেরা আসনের স্বাচ্ছন্দ্যই ছেড়ে দিয়েছেন তাঁরা। নেপথ্যের কারণ জানলে অনুরাগীদের তাঁদের প্রতি শ্রদ্ধা বাড়বে বহু গুণ।

বিশ্বকাপে আইসিসি-র (ICC) ভ্রমণ সংক্রান্ত নিয়ম মেনে প্রতি দলের চারজন সদস্যই পাবেন বিমানের এই বিশেষ আসন। তালিকায় রয়েছে টিম ম্যানেজার, কোচ, ক্যাপ্টেন এবং একজন সিনিয়র প্লেয়ার। ফলে ভারতের চার মহারথী সেই সুযোগ পাওয়ার যোগ্য। এখন প্রশ্ন কেন দ্রাবিড়রা এই ত্যাগ করলেন এবং কাদের জন্য করলেন? ম্যাচের দিন যেহেতু সবচেয়ে বেশি ধকল পেসারদের যায়, সেহেতু দ্রাবিড়রা সিদ্ধান্ত নিয়েছেন যে, ভারতীয় দলের জোরে বোলাররাই ভ্রমণ করুক বিজনেস ক্লাসে। কারণ এই বিশেষ আসনে লেগরুম অনেক বেশি। অর্থাৎ পা ছড়িয়ে বসতে পারবেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও অর্শদীপ সিংরা।

আরও পড়ুন: Watch | R Ashwin | Viral Video: জ্যাকেট নিয়ে কেন গন্ধ শুঁকছিলেন অশ্বিন? প্রশ্ন নেটিজেনদের, উত্তর দিলেন স্পিনার

এই প্রসঙ্গে এক জাতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট দিয়েছে। তারা ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফকে উদ্ধৃত করে লিখেছে,' টুর্নামেন্ট শুরুর আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, পেস বোলাররা সবচেয়ে বেশি ধকল করে। ফলে তারা যেন পা ছড়িয়ে বসতে পারে।' তবে এই কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে, দ্রাবিড়দের এই মহানুভবতা নিঃসন্দেহে কুর্নিশ যোগ্য। তবে কোহলির মহানুভবতার কথা আগেও জানা গিয়েছিল। তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে একই বিমানে সফর করছিলেন। ভিভ বিমানের মাথার ওপরের লকারে ব্যাগ রাখার জায়গা পাচ্ছিলেন না। কোহলি নিজের ব্যাগ সরিয়ে ভিভের ব্যাগের জায়গা করে দিয়েছিলেন। কিংবদন্তি ক্যারিবিয়ান নিজেই এই গল্প শুনিয়েছেন কিছুদিন আগে। ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। ইতিমধ্যেই রোহিতরা চলে এসেছেন অ্যাডিলেডে। এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট চলে আসবে দ্রাবিড়ের শিষ্যদের হাতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.