WATCH | India's Open-Bus Parade: রোহিতের কাঁধে হাত বিরাটের, একসঙ্গে ট্রফি তুলে সেলিব্রেশন, আবেগে ভাসছে নেটপাড়া
Rohit Sharma And Virat Kohli Raise the T20 World Cup Trophy Together: ফের একবার বিরাট কোহলি ও রোহিত শর্মা হৃদয় ছুঁয়ে নিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া (Team India) ফিরেছে ভারতে। ভুবনজয়ীদের সংবর্ধনা জানাতে গোটা মুম্বই এদিন নেমেছিল রাস্তায়। রোহিত শর্মারা (Rohit Sharma) হুড খোলা বাসে করে মেরিন ড্রাইভ ধরে ভিকট্রি প্য়ারেড করেছেন। হাজার হাজার মানুষ উদ্বেল হয়েছেন বিশ্বজয়ীদের দেখে। এদিন বাসের মাথায় উঠে আরও এরবার হৃদয় জিতলেন ভারতীয় ক্রিকেটের দুই বনস্পতি- রোহিত ও বিরাট (Rohirat)। তাঁরা ফের একবার হৃদয় জিতে নিলেন। রোহিত-বিরাট ট্রফি হাতে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে, তুলে ধরলেন। ট্রফি নিয়ে ঝাঁকালেন। সংবাদসংস্থা এএনআই-এর এই ভিডিয়ো নেটদুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেল। ১৮ সেকেন্ডের ভিডিয়ো দেখে আবেগের স্রোতে ভাসল নেটপাড়া।
আরও পড়ুন: হার্দিক যখন কাপে ডুবে তখন নাতাশার ঠোঁটে! এক পোস্টেই ধেয়ে এল সুনামি...
টি-২০ বিশ্বকাপই ছিল বিরাট-রোহিতের দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ। আর নীল জার্সিতে তাঁদের কখনও দেখা যাবে না ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে। বিরাট বিদায় বলেছিলেন ঠিক ম্য়াচের পরেই, রোহিত আসি বন্ধু বলার জন্য় বেছে নিয়েছিলেন সাংবাদিক বৈঠক। বিশ্বকাপ ফাইনালের পর ম্য়াচের সেরার পুরস্কার হাতে তুলে হর্ষ ভোগলেকে বিরাট বলেন, 'হ্য়াঁ, এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ। ঠিক এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। একেক দিন মনে হয় যে, আপনি রানই পাবেন না, তারপর কিছু ঘটে যায়। নাও ওর নেভার পরিস্থিতি ছিল আমাদের জন্য়। এর সঙ্গেই জানিয়ে রাখি যে, আমি দেশের জার্সিতে টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এটা ওপেন সিক্রেটই বলা চলে। সবটুকু চেয়েছিলাম করে নিতে। বিশ্বকাপটিও জিততে চেয়েছিলাম। এবার আগামী প্রজন্ম টি-২০ এগিয়ে নিয়ে যাক। আমাদের দীর্ঘ প্রতীক্ষার আবসান। অবেশেষ আইসিসি-র ট্রফির খরা কাটল। রোহিত ন'টি টি-২০ বিশ্বকাপ খেলেছে। আমার এটি ষষ্ঠ। এই কাপের ও দাবিদার।'
১২ জুন ২০১০, জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাটের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। সেদিন হারারেতে তিনি ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন। ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন বিরাট। শেষ ইনিংস করে রাখলেন স্মরণীয়। ৫৯ বলে ৭৬ রান করে তিনি আউট হন। দেশের হয়ে ১২৫টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪১৮৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২২ রানের। এমনকী এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন চার উইকেটও। ১৪ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই
রোহিত সাংবাদিকদের চমকে দিয়ে বলেন, 'আমিও বিরাটের মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এই ফরম্য়াটকে গুডবাই বলার জন্য় এর চেয়ে ভালো সময় হতে পারত না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। টি-২০-র হাত ধরেই ভারতের হয়ে আমার অভিষেক। ভীষণ ভাবে এই কাপটা জিততে চেয়েছিলাম। শব্দে প্রকাশ করতে পারব না এই আনন্দ। আমার জন্য় খুব আবেগঘন মুহূর্ত। জীবনে মরিয়া হয়ে এই খেতাব চেয়েছিলাম। আজ খুশি যে ফিনিশিং লাইন পার করতে পেরেছি।'
রোহিত সাংবাদিকদের চমকে দিয়ে বলেন, 'আমিও বিরাটের মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এই ফরম্য়াটকে গুডবাই বলার জন্য় এর চেয়ে ভালো সময় হতে পারত না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। টি-২০-র হাত ধরেই ভারতের হয়ে আমার অভিষেক। ভীষণ ভাবে এই কাপটা জিততে চেয়েছিলাম। শব্দে প্রকাশ করতে পারব না এই আনন্দ। আমার জন্য় খুব আবেগঘন মুহূর্ত। জীবনে মরিয়া হয়ে এই খেতাব চেয়েছিলাম। আজ খুশি যে ফিনিশিং লাইন পার করতে পেরেছি।'
১৯ সেপ্টেম্বর ২০০৭, ইংল্য়ান্ডের বিরুদ্ধে রোহিতের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। যদিও সেদিন রোহিত ব্য়াট করার সুযোগ পাননি। ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন। ৫ বলে ৯ রান করে রোহিত আউট হলেন শেষ টি-২০আই ম্য়াচে। দেশের হয়ে ১৫৯টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪২৩১ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধ-শতরান আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২১ রানের। এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন এক উইকেটও। ১৭ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই।
আরও পড়ুন:বিমান সংস্থার বিরল শ্রদ্ধায় ROHIRAT, কল সাইনে বনস্পতিদের 'বিদায়ী' বন্দনা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)