Rohit Sharma: তিনি কি শরিক নতুন ভারতের? অধিনায়ক আর খেলবেন না টি-২০! চলে এল মেগা আপডেট
Rohit Sharma Drops Major Hint With 2024 T20 World Cup Comment: রোহিতকে কি আর দেখা যাবে না কুড়ি ওভারের ফরম্যাটে! তিনি কি খেলবেন না টি-২০ বিশ্বকাপ? চলে এল বিরাট আপডেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ টি-২০ বিশ্বকাপের ( T20 World Cup 2022) পর থেকেই, ভারতীয় দলের টি-২০ সেটআপে এক বিরাট পরিবর্তন এসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডে একদম বুঝিয়ে দিয়েছে যে, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলবে নতুন ভারত। যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের। বিরাট কোহিল (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো ব্যাটিং নক্ষত্রদের কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রামই দেওয়া হচ্ছে। চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও নেই বিরাট-রোহিতরা। চলতি বছর ঘরের মাঠে ভারত খেলবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন মুলুকে বসবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এখন প্রশ্ন বিরাট বা রোহিত কেউই কোনও ফরম্যাটকে গুডবাই বলেননি, তাহলে তাঁরা কি টি-২০ বিশ্বকাপে খেলবেন?
সম্প্রতি অনলাইনে একটি ভিডিয়ো ঘুরছে, যেখানে রোহিত তাঁর আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এক অনুষ্ঠানে দেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন বলেন, 'মার্কিন মুলুকে শুধু আসা এবং ক্রিকেট উপভোগ করা নয়, আরও একটি কারণ রয়েছে। আমরা জানি যে, চব্বিশের জুনে টি-২০ বিশ্বকাপ রয়েছে বিশ্বের এই প্রান্তেই। আমি এবং আমরা সকলেই মুখিয়ে রয়েছি তার জন্য।' রোহিত কিন্তু কোথাও বুঝিয়ে দিলেন যে, তিনি তৈরি কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের জন্য। সব ফরম্যাটের জন্যই রোহিত প্রস্তুত।
আরও পড়ুন: Lionel Messi In Kolkata: 'ওই মহামানব আসে'... ফের শহরে এলএমটেন! যে খবরে সোশ্যালে টর্নেডো
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিতরা, তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছিল। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ভারত জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এবার হার্দিকের 'নব্য ভারত' পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে রোভম্যান পাওয়েলদের বিরুদ্ধে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত প্রথম টি-২০ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছে। বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত, সেখানে আইসিসি ব়্যাঙ্কিংয়ে সাতে উইন্ডিজ। প্রথম ম্য়াচেই পাওয়েল অ্যান্ড কোং চার রানে হারিয়ে দিয়েছে পাণ্ডিয়া বাহিনীকে। ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৪৫ রানে। ৬ আগস্ট রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। দেখা যাক হার্দিকরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা!
আরও পড়ুন: Sania Mirza and Shoaib Mallik: আর সানিয়ার স্বামী নন শোয়েব! বিস্ফোরক পোস্টেই সব জল্পনার ইতি