Rohit Sharma | IND vs SL: রেকর্ডের পর রেকর্ড রোহিতের...ইতিহাসে নাম উঠল অধিনায়কের!

Rohit Sharma List of Records against IND vs SL Asia Cup 2023: কলম্বোয় রোহিত শর্মা যেন হয়ে গেলেন রেকর্ড শর্মা। লিখলেন একের পর এক ইতিহাস...

Updated By: Sep 12, 2023, 07:49 PM IST
Rohit Sharma | IND vs SL: রেকর্ডের পর রেকর্ড রোহিতের...ইতিহাসে নাম উঠল অধিনায়কের!
মারমুখী রোহিত। ছবি-বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারত ২২৮ রানে পাকিস্তানকে হারিয়ে লিখেছিল ইতিহাস! আর ঠিক সেই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত (IND vs SL | Asia Cup 2023) খেলছে। যদিও ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছে মাত্র ২১৩ রানে। কিন্তু রোহিত ৪৮ বলে ৫৩ রানের ইনিংল খেলে রেকর্ডের পর রেকর্ড করলেন এদিন। দেখে নিন কী কী রেকর্ড করলনে হিটম্য়ান।

আরও পড়ুন: IND vs SL | Asia Cup 2023: কলম্বোয় ধেয়ে এল স্পিনের ঘূর্ণিঝড়...ওয়েলালাগের ছোবলে ভারত তুলল ২১৩!

১) বিশ্বের ১৫ নম্বর ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।

২) সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাহুল দ্রাবিড় ও এমএস ধোনির পর ষষ্ঠ ভারতীয় হিসেবে রোহিত এই মাইলস্টোন গড়লেন।

৩) রোহিত দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ম্য়াচে দশহাজারি হলেন। এই রেকর্ড করতে রোহিত নিয়েছেন ২৪৮ ইনিংস। সবার আগে রয়েছেন কোহলি। ব্য়াটিং মায়েস্ত্রো নিয়েছিলেন ২০৫ ইনিংস। সচিন-সৌরভ-পন্টিংয়ের যথাক্রমে লেগেছিল ২৫৯, ২৬৩ ও ২৬৬ ইনিংস।

৪) যে ১৫ ক্রিকেটারের আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে ১০ হাজারের বেশি রান রয়েছে, তাঁদের মধ্যে গড়ের বিচারে রোহিত থাকছেন তিনে। একে কোহলি (৫৭.৩৮) দুয়ে এমএস ধোনি (৫০.৫৭) ও তিনে রোহিত (৪৯.০২)। 

৫) যে ১৫ ক্রিকেটারের আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে ১০ হাজারের বেশি রান রয়েছে, তাঁদের মধ্যে স্ট্রাইক রেটের বিচারেও রোহিত তিনে। একে কোহলি (৯৩.৭৯), দুয়ে সনথ জয়সূর্য (৯১.২০) তিনে রোহিত (৯০+)
 
৬) এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার নজির ছিল শাহিদ আফ্রিদির। প্রাক্তন পাক মহারথীর ২৬টি ছয় রয়েছে এই টুর্নামেন্টে। এদিন রোহিত স্পর্শ করলেন আফ্রিদিকে।
 
৭) ওপেনার হিসেবে রোহিত এদিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৮০০০ রান করলেন। রোহিত এই কীর্তি গড়তে নিয়েছেন ১৬০ ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল হাশিম আমলার। ১৭৩ ইনিংসে তিনি করেছিলেন ৮০০০ রান। সচিন এই মাইলস্টোন তৈরি করতে নিয়েছিলেন ১৭৯ ইনিংস।

৮) এদিন রোহিত-বিরাট মিলে ঐতিহাসিক মাইলস্টোন স্থাপন করেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম জুটি হিসেবে ৫০০০ রান করলেন তাঁরা। রোহিত-কোহলি টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেনসকে।

আরও পড়ুন: PIC | IND vs PAK: রণাঙ্গনে রক্তাক্ত প্রতিপক্ষের যোদ্ধা, সবার আগে ছুটে এলেন ভারতীয় নক্ষত্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
 

.