কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই বিরাট রেকর্ডের হাতছানি রোহিতের সামনে

প্রথমে ম্যাচে রান না পেলেও অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই নতুন মাইলস্টোনে পৌঁছে যেতে পারেন হিটম্যান।

Updated By: Feb 7, 2019, 12:24 PM IST
কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই বিরাট রেকর্ডের হাতছানি রোহিতের সামনে
ছবি সৌজন্যে : টুইটার (বিসিসিআই)

নিজস্ব প্রতিবেদন : ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ রানে আউট হন হিটম্যান। কিন্তু সিরিজের বাকি দুটি ম্যাচে ব্যক্তিগত রেকর্ডের ছোঁয়ার সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার কাছে। চোটের কারণে চলতি সিরিজ থেকে মার্টিন গাপটিল ছিটকে যাওয়ায় আরও সুবিধে হয়েছে রোহিত শর্মার।

আরও পড়ুন - দুরন্ত সারওয়াতে, সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এখন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল। ৭৩টি ইনিংসে গাপটিলের সংগ্রহ ২২৭১। ৮২টি ইনিংসে ২২৩৭ রান করে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। গাপটিলকে ছুঁতে আর মাত্র ৩৪ রান প্রয়োজন রোহিতের। ভারত অধিনায়কের হাতে রয়েছে আরও ২টি টি টোয়েন্টি। প্রথমে ম্যাচে রান না পেলেও অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই নতুন মাইলস্টোনে পৌঁছে যেতে পারেন হিটম্যান।

আরও পড়ুন - কোপা দেল রে এল ক্লাসিকোর প্রথম লড়াই অমীমাংসীত

প্রসঙ্গত পিঠের চোটের কারণে ভারতের বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে যান মার্টিন গাপটিল। গাপটিলের অনুপস্থিতিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হওয়ার হাতছানি রোহিত শর্মার কাছে। তাও আবার গাপটিলের দেশেই।

.