WATCH | Rohit Sharma: রোহিত বললেন, 'আমাকে বিয়ে করবে?' গল্পের শুরু গোলাপে! ভিডিয়ো ভাইরাল
Rohit Sharma proposes fan ahead of IND vs AUS 2nd ODI: রোহিত শর্মা অনুরাগীদের হটফেভারিট। তাঁকে একটাবার চোখের দেখা দেখলেই ফ্যানদের প্রাণ জুড়িয়ে যায়। এবার সেরকমই এক ফ্যানের সঙ্গে দারুণ মজা করলেন 'হিটম্যান'। আর সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গেল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma), তিনি শুধুই বিশ্ববন্দিত ভারত অধিনায়ক নন। অনুরাগীদের কাছে তিনি 'ভক্তের ভগবান'। আট থেকে আশি, রোহিতকে ভালোবাসি। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। 'হিটম্যান'-এর ডাই-হার্ড ফ্যানেরা একটাবার তাঁকে স্পর্শ করার চেষ্টা করেছেন বারবার। ফ্যান ফেভারিট ক্রিকেটারের জন্য যেমনটা ঘটে। ফের একবার সেই ঘটনা ঘটল। এবার সাক্ষী থাকল বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) স্টেডিয়াম। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 2nd ODI) দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে এক ফ্যান এসে রোহিতকে একগোছা গোলাপে দিয়েছিলেন। রোহিতের রসবোধও দুর্দান্ত। একাধিকবার সেই পরিচয় পাওয়া গিয়েছে। এবারও সেরকমই ঘটল। রোহিত সেই ফ্যানকে বললেন, 'আমাকে বিয়ে করবে?' বলাই বাহুল্য এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে রোহিত খেলেননি ব্যক্তিগত কারণে। তবে রবিবার রোহিতের ভারতকে লজ্জার ১০ উইকেটের হার হজম করতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। দুরন্ত ক্রিকেটেই সিরিজে প্রত্যাবর্তন করেছেন অজিরা। আগামী বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গেল ডিসাইডার। ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলির জুতোয় পা গলান রোহিত। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হন 'হিটম্যান'। তারপর থেকে ঘরের মাঠে এই প্রথম রোহিত ওয়ানডে হারলেন। এমনকী রোহিতের নেতৃত্বে ভারত টানা ন'টি ওয়ানডে ম্যাচ জিতেছে ঘরের মাঠে। চলতি বছর ভারত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে।
আরও পড়ুন: Rohit Sharma: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হওয়ার পর এই প্রথম! অঘটনের পর রোহিত কী বললেন?
দেখতে গেলে বিগত ছয় বছরে রোহিতের নেতৃত্বে এটি ভারতের প্রথম হার। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হেরেছিল। রোহিত ছিলেন ক্যাপ্টেন। যদিও তিনি ছিলেন বিরাটের বদলে স্টপ-গ্যাপ অধিনায়ক। রোহিতের কিন্তু স্টপ-গ্যাপ অধিনায়ক হিসেবেও রেকর্ড দারুণ। তাঁর নেতৃত্বে ভারত ১০ ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতেছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হওয়ার পর, রোহিত হোম এবং অ্যাওয়ে মিলিয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ হেরেছে। এদিনের ম্যাচ বাদ দিয়ে গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ সিরিজ হার। এছাড়া রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ওয়ানডে সিরিজ জয়ের একটি ম্যাচ।