Rohit Sharma-Shubman Gill: রোহিত-গিলের ব্যাটে ভাঙল ১৪ বছর আগের বীরু-গৌতির রেকর্ড!

Rohit Sharma-Shubman Gill: রোহিত শর্মা ও শুভমন গিলের ব্যাটে এদিন ভাঙল ১৪ বছর আগের বীরেন্দ্র শেহওয়াগ ও গৌতম গম্ভীরের রেকর্ড। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রোহিত-গিলরা বিধ্বংসী মেজাজে শতরান হাঁকিয়েছেন।

Updated By: Jan 24, 2023, 05:55 PM IST
Rohit Sharma-Shubman Gill: রোহিত-গিলের ব্যাটে ভাঙল ১৪ বছর আগের বীরু-গৌতির রেকর্ড!
কামাল করলেন রোহিত-গিল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত (India vs New Zealand) এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ পকেট পুরে নিয়েছে। মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন প্রথমে ব্যাট করে ভারত অল্পের জন্য ৪০০ রানের গণ্ডি টপকাতে পারেনি। দুই ওপেনার রোহিত শর্মা (৮৫ বলে ১০১) ও শুভমান গিলের (৭৮ বলে ১১২) জোড়া শতরানে ভর করে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলেছে। এদিন রোহিত-গিলের (Rohit Sharma-Shubman Gill) বিধ্বংসী ওপেনিং জুটি প্রথম উইকেটে ২১২ রান তুলেছে স্কোরবোর্ডে। মুম্বইকর ও পঞ্জাবপুত্তরের ব্যাটে এদিন ভেঙেছে ১৪ বছর আগের পুরনো রেকর্ড। যা বিদেশের মাটিতে ওপেন করতে নেমে করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

কী রেকর্ড ভাঙলেন রোহিত-গিল? সময়ের কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে ফিরে যেতে হবে ২০০৯ সালে। সেদিন ছিল ১১ মার্চ। নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত।  হ্য়ামিলটনের সেডন পার্কে ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে ম্যাচে গম্ভীর-শেহওয়াগের ওপেনিং জুটি প্রথম উইকেটে ২০১ রান তুলেছিল। গম্ভীর ৬৩ রানে অপরাজিত ছিলেন। শেহওয়াগ ৭৪ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ১৪টি চার ও হাফ ডজন ছক্কা হাঁকিয়ে ছিলেন নজফগড়ের নবাব। কিউইদের বিরুদ্ধে আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেও দাপটের সঙ্গে ব্যাট করলেন রোহিত ও শুভমন। সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান হাঁকানোর পরে আবারও চেনা ছন্দে গিল। শেষ চারটি ম্যাচের তিনটিতেই শতরান করে ফেললেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলির নজির ভাঙেন গিল। তবে সামান্য সময়ের ব্যবধানে আউট হয়ে যান দুই ব্যাটারই।

আরও পড়ুনShubman Gill and Rohit Sharma: শুভমন-রোহিতের জোড়া শতরানের পরেও মিডল অর্ডারে ভাঙন! কিউইদের টার্গেট ৩৮৬

২০২০ সালে শেষবার শতরান করেছিলেন 'হিটম্যান'। বড় রান না পাওয়ার জন্য তাঁকে নিয়েও সমালোচনা হতে শুরু করে দিয়েছিল। আর এবার তিন বছর ও ১৬ ইনিংস পর ফের ৫০ ওভারের ফরম্যাটে শতরান ভারতের অধিনায়ক। মাত্র ৮৪ বলে শতরান করেন তিনি। ব্লেয়ার টিকনারের ডেলিভারিকে ঠেলে এক রান নিতেই রোহিতের ঝুলিতে চলে আসে ৩০তম শতরান। তাও আবার এই শতরান পেলেন ৮৩ বলে। তবে তাঁর এই ইনিংস দীর্ঘস্থায়ী হল না। ৮৫ বলে ১০১ রানে আউট হন রোহিত। এদিনের ইনিংসের পর রিকি পন্টিংয়ের সমসংখ্যক ৩০টি শতরান করে ফেললেন তিনি। রোহিত আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ২১২ রানে ১ উইকেট। সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ করার পর, দ্বিতীয় ম্যাচেও ৫৩ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন পঞ্জাব তনয়। নিজের স্বপ্নের ফর্ম ধরে রেখে মঙ্গলবার ফের শতরান করলেন তিনি। চলতি বছরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি শতরান হাঁকিয়ে ২৮৩ রান করেছিলেন তিনি। মঙ্গলবার অর্ধ শতরান করার সঙ্গে সঙ্গে সেই রেকর্ড পেরিয়ে গেলেন শুভমন। তিন ম্যাচের সিরিজে সর্বাধিক ৩৬০ রান করার নজির ছিল বাবর আজমের। সেই রেকর্ডও ছুঁয়ে ফেললেন শুভমন। গিল ৭৮ বলে ১১২ করে টিকনারের বলে ক্যাচ আউট হয়ে যান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.