Sachin Tendulkar: মাস্টার ব্লাস্টারকে হিন্দিতে ধন্যবাদ জানালেন Ross Taylor
সচিন তাঁর কেরিয়ারে টেলরের বিরুদ্ধে ২৪ বার (১৬টি টেস্ট ও ৮টি একদিনের ম্যাচ) আন্তর্জাতিক আঙিনায় মুখোমুখি হয়েছেন। গত ৪ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছিলেন রস টেলর।
নিজস্ব প্রতিবেদন: গত ৪ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছিলেন রস টেলর (Ross Taylor)। নিউজিল্যান্ডের (New Zealand) এই ব্যাটার ক্রিকেটকে বিদায় জানাতেই তাঁকে সম্মান জানিয়ে আবেগি টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এ বার মাস্টার ব্লাস্টারকে পাল্টা সম্মান জানিয়ে তাঁকে হিন্দিতে ধন্যবাদ জানালেন রস টেলর। শুক্রবার বিকেলের দিকে এই কিউই ক্রিকেটার টুইট করলেন। আর মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই পোস্ট।
একেবারে বিশুদ্ধ হিন্দিতে সচিনকে ধন্যবাদ জানান টেলর। তিনি লিখেছেন, 'শুক্রিয়া সচিন ভাই, আপ কি রেকগনিশন কে লিয়ে। টু গেট দিস মেসেজ ফ্রম মাই ফেভারিট প্লেয়ার গ্রোইং আপ ইজ অ্যান অ্যাবসোলিউট অনর'। বাংলার তর্জমা করলে সেটা দাঁড়ায়, 'আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সচিন ভাই,ছোটবেলা থেকে যিনি আমার প্রিয় খেলোয়াড় ছিলেন, তাঁর কাছ থেকে এমন বার্তা আমার কাছে খুবই সৌভাগ্যের।'
Shukria Sachin Bhai, aap ki recognition ke liye. To get this message from my favourite player growing up is an absolute honour
Ross Taylor (@RossLTaylor) April 8, 2022
রস টেলরের অবসরে সচিন টুইটারে লিখেছিলেন, "রস তুমি এই খেলার অসাধারণ অ্যাম্বাসডর ছিল। তোমার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অসাধারণ। যে ভাবে বছরের পর বছর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করে মানিয়ে নিয়েছ এই খেলার সঙ্গে, সেটা তরুণদের কাছে অনুপ্রেরণা। যারা ক্রিকেটার হওয়ার কথা ভাবে। অসাধারণ কেরিয়ারের জন্য হার্দিক শুভেচ্ছা তোমাকে।"
সচিন তাঁর কেরিয়ারে টেলরের বিরুদ্ধে ২৪ বার (১৬টি টেস্ট ও ৮টি একদিনের ম্যাচ) আন্তর্জাতিক আঙিনায় মুখোমুখি হয়েছেন। টেলর আগেই ঘোষণা করেছিলেন যে, তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট অবসর নেবেন। দুই মাস আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছিলেন এই কিউই ব্যাটার।
মাত্র চারদিন আগে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই কিউই ব্যাটার। টেলরকে বিদায় জানানোর জন্য তাঁর স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।
দেশের হয়ে ২৩৬টি একদিনের ম্যাচে ৮৬০৭ রান করেছেন টেলর। সঙ্গে ২১টি শতরান ও ৫১টি অর্ধ শতরান। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে টেলর অভিষেক ঘতিয়েছিলেন।
এছাড়া ১১২টি টেস্টে ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৬৮৩ রান। সঙ্গে রয়েছে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধ শতরান।
আরও পড়ুন: বিদায়বেলায় কাঁদলেন Ross Taylor, পেলেন 'গার্ড অফ অনার', Kohli, Dravid-এর শুভেচ্ছা
আরও পড়ুন: Sachin Tendulkar-Ross Taylor: টেলরের বিদায়বেলায় সচিনের আবেগি পোস্ট, হৃদয় ছুঁয়ে নিল ফ্যানদের