রাশিয়ার কাছে হারল ইতালি

ইউরো প্রস্তুতির শুরুতেই ধাক্কা। রাশিয়ার কাছে ৩-০ গোলে হারল ইতালি। প্রস্তুতি ম্যাচে এই হার ইউরোর আগে ইতালির কাছে বিরাট ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল।

Updated By: Jun 2, 2012, 10:56 PM IST

ইউরো প্রস্তুতির শুরুতেই ধাক্কা। রাশিয়ার কাছে ৩-০ গোলে হারল ইতালি। প্রস্তুতি ম্যাচে এই হার ইউরোর আগে ইতালির কাছে বিরাট ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। রাশিয়ার জাগোয়েভ এবং কেরজাকভের গোল করার চেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে বালোটেলিও ব্যর্থ হন ইতালিকে এগিয়ে দিতে।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কারজাকভের গোলে এগিয়ে যায় রাশিয়া। এরপর ইতালির আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল শুরু হয়। তবে তার খেসারত দিতে হয় আজুরিবাহিনীকে। রাশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন রোমান শিরকভ। ম্যাচের একেবারে শেষমূহুর্তে আবার আজুরি রক্ষণের ভুলে রাশিয়ার হয়ে তৃতীয় গোলটি করে যান সেই শিরকভ। এই হারের ফলে ইউরোর ঠিক আগেই প্রশ্নের মুখে বিখ্যাত ইতালির ডিফেন্স। তবে এই ফল নিয়ে আদৌ চিন্তিত নন ইতালি অধিনায়ক বুঁফো।
 

Tags:
.