'ইগর-ইগর' স্লোগানে গমগম করছে রাশিয়া

প্রথমবার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রাশিয়া।

Updated By: Jul 2, 2018, 05:04 PM IST
'ইগর-ইগর' স্লোগানে গমগম করছে রাশিয়া

নিজস্ব প্রতিনিধি : রাত সাড়ে আটটার মস্কোর আকাডিমিচেস্কায়া পাতালরেল স্টেশন কানায় কানায় ভর্তি। বিভিন্ন বয়সের রুশ তরুণ-তরুণী দলে দলে ‘ইগর-ইগর’ স্লোগান দিয়ে পাতালরেলে ঢুকছেন। থিয়েত্রারলনায়া স্টেশন আসা পর্যন্ত আরও কয়েকটি দলকে ট্রেনে উঠে পড়ল। কারও হাতে রাশিয়ার পতাকা। কারও হাতে ইগর-এর ছবি। কেউ আবার তারস্বরে গাইছেন রাশিয়ার বিখ্যাত ‘কাতুশা’ গান। 

আরও পড়ুন- বিশ্বকাপে কেন ব্যর্থ মেসি, সামনে এল তথ্য

সবকিছু ছাপিয়ে ‘ইগর, ইগর, ইগর আকিনফিয়েভ হো’—স্লোগানটা যেন স্টেশন চত্বর কাঁপিয়ে দিচ্ছে। রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিয়েভ এক রাতে গোটা দেশের কাছে নায়কে পরিণত হয়েছেন। রাশিয়ার ফুটবল বিশ্লেষকদের অনেকেই এই ইগর আকিনফিয়েভকে সোভিয়েত ইউনিয়নের ষাট কিংবা আশির দশকের লেভ ইয়াশিন বা রেনাত দাসায়েভের যোগ্য উত্তরসূরি বলে মনে করতে শুরু করেছেন। 

আরও পড়ুন- বিশ্বকাপ থেকে বিদায়, ম্যাচ শেষে মিক্সড জোনেই অবসর ঘোষনা

প্রথমবার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রাশিয়া। বলাবাহুল্য, দেশের এই সাফল্যে গোলকিপার ও অধিনায়ক আকিনফিয়েভের অবদান অনস্বীকার্য। স্পেনের বিরুদ্ধে দুটো পেনাল্টি বাঁচিয়ে তিনিই এখন গোটা দেশের কাছে নায়ক। ফুটবলারদের এমন সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যস্ততার জন্য দেশের খেলার দিন তিনি মাঠে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু দফায় দফায় ফোন করে দলের খবরাখবর রাখছিলেন।

.