সমালোচনায় বিদ্ধ যুবরাজের পাশে দাঁড়ালেন লিটল মাস্টার

যুবরাজ সিংয়ের পাশে এসে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। টি-২০ বিশ্বকাপের ভারতের শোচনীয় পরাজয়ের অন্যতম `নায়ক` যুবরাজ সিং এখন দেশজোড়া সমালোচনার কেন্দ্রবিন্দু। গতকালই চন্ডীগড়ে তাঁর বাড়িতে পাথর ছোঁড়ে কিছু উন্মত্ত জনতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও এখন যুবির সমালোচনার ঝড় উঠেছে। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের নায়কের অতীতের সমস্ত কৃতিত্বকে ভুলতে ভারতে ক্রিকেট প্রেমী জনতা বেশি সময় নেননি। এই কঠিন সময়ে যুবির পাশে এসে দাঁড়ালেন তাঁর এক সময়ের সতীর্থ মাস্টার ব্লাস্টার।

Updated By: Apr 8, 2014, 01:54 PM IST

যুবরাজ সিংয়ের পাশে এসে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। টি-২০ বিশ্বকাপের ভারতের শোচনীয় পরাজয়ের অন্যতম `নায়ক` যুবরাজ সিং এখন দেশজোড়া সমালোচনার কেন্দ্রবিন্দু। গতকালই চন্ডীগড়ে তাঁর বাড়িতে পাথর ছোঁড়ে কিছু উন্মত্ত জনতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও এখন যুবির সমালোচনার ঝড় উঠেছে। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের নায়কের অতীতের সমস্ত কৃতিত্বকে ভুলতে ভারতে ক্রিকেট প্রেমী জনতা বেশি সময় নেননি। এই কঠিন সময়ে যুবির পাশে এসে দাঁড়ালেন তাঁর এক সময়ের সতীর্থ মাস্টার ব্লাস্টার।

সচিনের মতে ক্রিকেটে যুবরাজের অবদান ভোলার নয়। এই ভাবে একটা ম্যাচের ভিত্তিতে তাঁর সমস্ত কৃতিত্ব ভুলে যাওয়ার তীব্র সমালোচনা করেছেন লিটল মাস্টার। তাঁর মতে যুবি এখনও ম্যাচ উইনার। সচিন বিশ্বাস করেন আগামী বছর অস্ট্রেলিয়ায় একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে অনেক লড়াই করার ক্ষমতা আছে যুবরাজের।

একটি সংবাদমাধ্যমে ইমেলের মাধ্যমে সচিন জানিয়েছেন ``রবিবারে যুবরাজের পারফরম্যান্স সমালোচনা যোগ্য। কিন্তু তাঁকে এভাবে ক্রুশ বিদ্ধ করার কোনও মানেই হয় না। এখনই তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে এমনটাও বলার কোনও মানে নেই। মাঠে এবং মাঠের বাইরে যুবরাজের অনমনীয় মনোভাবের জন্য আমি ওকে শ্রদ্ধা করি। আমি নিশ্চিত খুব শীঘ্র ও সমালোচকদের মুখ বন্ধ করতে পারবে।``

যুবরাজের প্রতি একটি বার্তায় মাস্টার ব্লাস্টার জানিয়েছেন ``যুবি, একটা খারাপ দিন বছরের পর বছর ধরে তোমার অসাধারণ অবদানের থেকে কখনই বেশি হতে পারে না। আজ হয়ত তোমার সময় খারাপ যাচ্ছে। কিন্তু আমি জানি দ্রুত তুমি এই অবস্থা কাটিয়ে উঠবে। তোমাকে জানিয়ে রাখি আমার মত আরও অনেকে সারা ভারত এমনকি সারা বিশ্বজুড়ে আছেন যাঁরা ২০১৫ একদিনের বিশ্বকাপ জয়ের অংশ হিসাবে তোমাকে দেখতে চান।``

.