ক্রিকেটের 'স্যার'কে সম্মান, কেরালায় স্টেডিয়াম হবে সচিনের নামে

ক্রমশ কেরালা হয়ে উঠছে সচিন তেন্ডুলকরের দ্বিতীয় হোম স্টেট। আইএসএলে কেরালার ফুটবল দল কিনেছেন মাস্টার ব্লাস্টার্স। কেরালায় ন্যাশনাল গেমসে ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছিলেন। কোচিতে একটি বিলাসবহুল ভিলাও কিনছেন তিনি। এবার সচিন তেন্ডুলকরকে সম্মান জানাতে চলেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেরালার একটি গ্রাউন্ডের নাম হচ্ছে সচিনের নামে। এমনটাই জানিয়েছেন কেসিএ-র সভাপতি টি সি ম্যাথু। তিনি জানান নব নির্মিত স্টেডিয়ামগুলির মধ্য থেকে যেকোনও একটির নাম হবে সচিনের নামে।

Updated By: Sep 4, 2015, 08:45 PM IST
ক্রিকেটের 'স্যার'কে সম্মান, কেরালায় স্টেডিয়াম হবে সচিনের নামে

ব্যুরো: ক্রমশ কেরালা হয়ে উঠছে সচিন তেন্ডুলকরের দ্বিতীয় হোম স্টেট। আইএসএলে কেরালার ফুটবল দল কিনেছেন মাস্টার ব্লাস্টার্স। কেরালায় ন্যাশনাল গেমসে ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছিলেন। কোচিতে একটি বিলাসবহুল ভিলাও কিনছেন তিনি। এবার সচিন তেন্ডুলকরকে সম্মান জানাতে চলেছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেরালার একটি গ্রাউন্ডের নাম হচ্ছে সচিনের নামে। এমনটাই জানিয়েছেন কেসিএ-র সভাপতি টি সি ম্যাথু। তিনি জানান নব নির্মিত স্টেডিয়ামগুলির মধ্য থেকে যেকোনও একটির নাম হবে সচিনের নামে।

সচিন তেন্ডুলকরকে এই অভিনব সম্মান জানানোর কথা শুনে খুশি ভারতের ক্রিকেট মহল। খুশি কেরালার মানুষও।

.