Sachin Tendulkar's Deepfake Video: নেটাগরিকের নোংরা খেলা সচিন-সারার সঙ্গেও! কুকীর্তিতে ফুঁসছেন 'ক্রিকেট ঈশ্বর'

Sachin Tendulkar disturbed by Deepfake Video of him and his daughter Sara Tndulkar: এবার ডিপফেক ভিডিয়োর শিকার হলেন সচিন তেন্ডুলকর ও তাঁর কন্য়া সারা তেন্ডুলকর। যা নিয়ে মুখ খুললেন 'ক্রিকেট ঈশ্বর'

Updated By: Jan 15, 2024, 03:40 PM IST
Sachin Tendulkar's Deepfake Video: নেটাগরিকের নোংরা খেলা সচিন-সারার সঙ্গেও! কুকীর্তিতে ফুঁসছেন 'ক্রিকেট ঈশ্বর'
ডিপফেকের শিকার সচিন-সারা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রযুক্তির অগ্রগতি একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপও। সম্প্রতি নেটদুনিয়া দেখছে প্রযুক্তির এক নোংরা খেলা। যার পোশাকি নাম 'ডিপফেক ভিডিয়ো' (Deepfake Video)! কী এই ডিপফেক ভিডিয়ো? কিছু অসাধু নেটাগরিকরা টার্গেট করছেন সমাজের হুজ হুদের। তাঁদের মুখ এক রেখে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে বদল ঘটিয়ে, জন্ম দিচ্ছেন এক নতুন শরীরের। এবার ডিপফেক ভিডিয়োর জালে জড়ানো হল 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও তার মডেল-কন্য়া সারা তেন্ডুলকরকে (Sara Tndulkar)।

আরও পড়ুন: Clive Lloyd In Satgachia: লয়েডের পাতে নলেন গুড়ের রসগোল্লা, কিংবদন্তি বললেন 'এটা কি আলু!'

সচিন-সারার মুখ নিয়ে একটি গেমিং অ্যাপ নকল ভিডিয়ো তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, আধুনিক ক্রিকেটের ডন অনলাইন গেমের প্রচার করছেন। সেখানে তিনি উদাহরণ দিচ্ছেন যে, তাঁর কন্য়া সারাও নাকি এই গেম খেলে প্রতিদিন ১.৮ লক্ষ টাকা করে অর্জন করছেন। খেলার সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারলেই নাকি ধনবর্ষা হচ্ছে।সচিনের চোখেও এই ভিডিয়ো পড়েছে। তিনি এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্টে এই কুকীর্তির জন্য় ফুঁসছেন।

সচিন ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, এই ভিডিওগুলো ভুয়ো। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্ত লাগে। এই ধরনের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপগুলিকে প্রচুর পরিমাণে রিপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ করুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সতর্ক হতে হবে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভুল তথ্য এবং ডিপফেকের এই বিস্তার বন্ধ করতেই হবে।' সচিন তাঁর ভিডিয়োয় ট্যাগ করেছেন কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রককে ও এই বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে। এর সঙ্গেই সচিন ট্যাগ করেছেন মহারাষ্ট্র পুলিসের সাইবার শাখাকেও। 

গতবছর নভেম্বরে  একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল যে, ক্রিকেটার শুভমন গিলের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন সারা। যে ছবি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সোশ্য়াল মিডিয়ায়। ঘটনাচক্রে মূল ছবিটি ছিল সারা ও অর্জুন তেন্ডুলকরের। ডিপফেক ও শুভমন ইস্য়ুতে মুখ খুলেছিলেন। ইনস্টায় বিবৃতি দিয়ে লিখেছিলেন, 'সোশ্য়াল মিডিয়া অসাধারণ একটা জায়গা। যেখানে আমরা আনন্দ-দুঃখ এবং প্রতিদিনের কার্য়কলাপ সকলের সঙ্গে ভাগ করে নিই। যাই হোক, প্রযুক্তির অপব্য়বহার দেখতে বিরক্তিকর লাগে। ইন্টারনেটের দুনিয়ায় যা দেখানো হয়, তা সত্যতা এবং বিশ্বাসযোগ্য়তা থেকে বহু দূরে। আমি আমার বেশ কিছু ডিপ ফেক ছবি দেখেছি, যা বাস্তব থেকে বহু দূরে। আমার ছদ্মবেশে এক্সে বেশ কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য়। আমার এক্সে কোনও অ্য়াকাউন্ট নেই। আশা করি এক্স ব্য়াপারটি খতিয়ে দেখবে এবং সেই অ্য়াকাউন্টগুলিকে সাসপেন্ড করবে। বিনোদন কখনই সত্যের মূল্য দিয়ে হওয়া উচিত নয়। আসুন আমরা বিশ্বাস এবং বাস্তবতার উপর ভিত্তি করে যোগাযোগকে উৎসাহিত করি'। 

মাত্র ২৬ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় আগুনে পারফরম্যান্স সারার। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতককে ইনস্টাগ্রামে ফলো করেন ৬ মিলিয়ন মানুষ। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু করেন। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল কিছু বছর আগে। সারা খবরের শিরোনামে থাকেন কখনও দারুণ ফটোশুট করে তো কখনও ঘুরতে গিয়ে রঙিন দিনযাপনের ছবি দিয়ে।

আরও পড়ুন: WATCH: ছিলেন ভাইয়ের বিয়েতে, সোজা হেলিকপ্টারে স্টেডিয়ামে! নেটপাড়ায় ঝড় তুলল ভিডিয়ো

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.