বিশ্বকাপে সচিনের বাজি টিম ইন্ডিয়া, ডার্ক হর্স নিউ জিল্যান্ড!

ভারতের কাছে একদিনের সিরিজে হারলেও কিউইদের নিয়ে বিশ্বকাপে আশাবাদী সচিন।

Updated By: Feb 3, 2019, 07:16 PM IST
বিশ্বকাপে সচিনের বাজি টিম ইন্ডিয়া, ডার্ক হর্স নিউ জিল্যান্ড!

নিজস্ব প্রতিবেদন :  আসন্ন ক্রিকেট বিশ্বকাপে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের বাজি টিম ইন্ডিয়াই। রবিবার কলকাতায় ম্যারাথনের ফ্ল্যাগ অফ্ করে সেকথাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের ভগবান। শুধু তাই নয় ভারতীয় দলের ভূয়সী প্রশংসা শোনা গেল সচিনের মুখে।

আরও পড়ুন - রবি-সকালে ফুল ম্যারাথনে সচিনের উজ্জ্বল উপস্থিতি কলকাতায়

২০১৯ আইডিবিআই কলকাতা ম্যারাথনের ফ্ল্যাগ অফ করতে শনিবারই শহরে এসেছিলেন সচিন তেন্ডুলকর। সচিন থাকবেন আর সেখানে ক্রিকেট নিয়ে কথা হবে না তাই কি হয়। সচিনকে যে বিষয়টি সবচেয়ে বেশি আশ্বস্ত করেছে সেটি হল ভারতীয় ক্রিকেট দল বর্তমানে বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও উইকেটে ভালো ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জিতেছে ভারত। একমাত্র ইংল্যান্ডের মাটিতে হেরেছে ভারত। সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাত্কারে এদিন সচিন বলেন, "আমি রেকর্ড দেখেই একথা বলছি, যে আমাদের দলে এই মুহূর্তে একেবারে পারফেক্ট ব্যালান্স রয়েছে। আমার যে কোনও প্রতিদ্বন্দিতার জন্য প্রস্তুত। আর তাই বিশ্বের যে কোনও প্রান্তে লড়াই করার ক্ষমতা রাখি।"

আরও পড়ুন - ওয়েলিংটনের টার্নিং পয়েন্ট : ধোনির দুরন্ত রান আউট, দেখুন ভিডিও

বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা? উত্তরে সচিন বলেন, "আমাদের সুযোগ কতটা সে বিষয়ে বলতে গেলে আমি ইতস্তত বোধ না করেই বলছি, আমরাই(ভারত) ফেভারিট। আমার বিচারে বলে নিজেদের দেশে ইংল্যান্ড কিন্তু কঠিন প্রতিপক্ষ। তবে নিউ জিল্যান্ড কিন্তু বিশ্বকাপের কালো ঘোড়া।" ভারতের কাছে একদিনের সিরিজে হারলেও কিউইদের নিয়ে বিশ্বকাপে আশাবাদী সচিন। তেমনই স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নির্বাসন কাটিয়ে ফিরে এলেই অস্ট্রেলিয়াও কিন্তু অন্যতম লড়াকু দল হিসেবে উঠে আসবে বলেই মনে করেন সচিন তেন্ডুলকর।  

 

.