আজকের দিনেই জীবনের প্রথম একদিনের ক্রিকেটে সেঞ্চুরিটা করেছিলেন সচিন
আজ ৯ সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ২২ বছর আগে আজকের দিনেই একদিনের ক্রিকেটে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি ক্রিকেট মাঠে সবার সামনে যেদিন থেকে এসেছেন, সেদিন থেকেই ছিলেন বিষ্ময় বালক। কিন্তু টেস্টে সেঞ্চুরিত শুরুতেই পেয়ে গেলেও একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা কিছুতেই পাচ্ছিলেন না তিনি। সেঞ্চুরি ছাড়া খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে ৭৮ টি ম্যাচে।
![আজকের দিনেই জীবনের প্রথম একদিনের ক্রিকেটে সেঞ্চুরিটা করেছিলেন সচিন আজকের দিনেই জীবনের প্রথম একদিনের ক্রিকেটে সেঞ্চুরিটা করেছিলেন সচিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/09/65519-sachin9-9-16.jpg)
ওয়েব ডেস্ক: আজ ৯ সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ২২ বছর আগে আজকের দিনেই একদিনের ক্রিকেটে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি ক্রিকেট মাঠে সবার সামনে যেদিন থেকে এসেছেন, সেদিন থেকেই ছিলেন বিষ্ময় বালক। কিন্তু টেস্টে সেঞ্চুরিত শুরুতেই পেয়ে গেলেও একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা কিছুতেই পাচ্ছিলেন না তিনি। সেঞ্চুরি ছাড়া খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে ৭৮ টি ম্যাচে।
আরও পড়ুন মদন মিত্র জামিন মামলার রায় সম্ভবত আজই
আর এই মানুষটাই যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তখন, তাঁর একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ছিল ৪৯! আজ এমন ঐতিহাসিক দিনে সচিন তেন্ডুলকরের সেই প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরিটা দেখেই নিন ভিডিওতে। পুরনোদিন ফিরে পাবেন।
আরও পড়ুন খিলাড়ি