বাগানেই থেকে গেলেন শেখ সাহিল!
তাঁর পুরনো ক্লাবে সই করলেন শেখ সাহিল।
নিজস্ব প্রতিবেদন: তাঁর পুরনো ক্লাবে সই করলেন শেখ সাহিল। আই লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন উচ্চমাধ্যমিক পাশ করা তরুণ মিডফিল্ডার। তিন বছরের জন্য শেখ সাহিলের সঙ্গে চুক্তি করল আইএসএল-এর দল এটিকে মোহনবাগান এফসি।
আইএসএল শুরুর বেশ আগে থেকেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান এফসি। রয় কৃষ্ণা, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়ার পর মোহনবাগান জার্সিতে গতবারের আই লিগ জয়ী তরুণ মিড ফিল্ডার শেখ সাহিলের সঙ্গে তিন বছরের চুক্তি পাকা করে ফেলল এটিকে মোহনবাগান।
Sheikh Sahil signs with the club and will represent ATK Mohun Bagan FC in the ISL for the next three years.
আপনারা কতটা উত্তেজিত এই তরুন প্রতিভা কে নিয়ে? #ATKMohunBagan#IndianSuperLeague#IndianFootball pic.twitter.com/CqOuUE1c4H
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 10, 2020
২০ বছর বয়সী এই মিডফিল্ডার এটিকে মোহনবাগানে সই করার পর বলেন, "ভারতের সবচেয়ে বড় লিগে ছোটবেলার ক্লাব মোহনবাগানের প্রতিনিধিত্ব করতে পারব বলে আমি গর্বিত।" সবুজ-মেরুন জার্সিতে ফের নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সাহিল।
আরও পড়ুন - হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত হকি খেলোয়াড় মনদীপ সিং-কে