র্যাঙ্কিংয়ের সিংহাসন ফিরে পেলেন সাইনা
সিংহাসন পুনরুদ্ধার করলেন সাইনা নেহওয়াল। ক্রিকেট, টেনিসের মত ব্যাডমিন্টনের র্যাঙ্কিংও সাপ লুড়োর খেলার মত ঘনঘন বদলায়। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা বিডব্লুএফ-এর সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে মহিলাদের সিঙ্গলসে দুনিয়ার মধ্যে সবার আগে উঠে এলেন সাইনা নেহওয়াল। মার্চের শেষ সপ্তাহে ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে জিতে প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের ব্যাডমিন্টন ক্যুইন। কিন্তু এক সপ্তাহ পর মালয়েশিয়ান ওপেনে হেরে শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে যান সাইনা। তবে সাপলুডোর খেলার স্টাইলে ফের সিংহাসন ফিরে পেলেন হায়দ্রাবাদের তরুণী।
ওয়েব ডেস্ক: সিংহাসন পুনরুদ্ধার করলেন সাইনা নেহওয়াল। ক্রিকেট, টেনিসের মত ব্যাডমিন্টনের র্যাঙ্কিংও সাপ লুড়োর খেলার মত ঘনঘন বদলায়। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা বিডব্লুএফ-এর সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে মহিলাদের সিঙ্গলসে দুনিয়ার মধ্যে সবার আগে উঠে এলেন সাইনা নেহওয়াল। মার্চের শেষ সপ্তাহে ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে জিতে প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের ব্যাডমিন্টন ক্যুইন। কিন্তু এক সপ্তাহ পর মালয়েশিয়ান ওপেনে হেরে শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে যান সাইনা। তবে সাপলুডোর খেলার স্টাইলে ফের সিংহাসন ফিরে পেলেন হায়দ্রাবাদের তরুণী।
২০১২ সালের ডিসেম্বর থেকে টানা ১১৯ সপ্তাহ ধরে 'নাম্বার ওয়ান র্যাঙ্ক' নিজের দখলে রেখে ছিলেন লি জুয়েরুই। গত সপ্তাহে ইন্ডিয়ান ওপেনে সাইনার দুরন্ত পার্ফরম্যান্স সেই সিংহাসন থেকে লিকে টেনে নামিয়েছিল।