ছায়া ফেডেরারকে হারিয়ে নাদাল শেষ চারে, উইম্বলডন চ্যাম্পিয়নদের হারিয়ে সানিয়া সেমিতে
হতে পারত এরকম, হল অন্য আরেক রকম। কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় টমি রব্রেদোকে উড়িয়ে জেতার পর যখন কোর্ট ছাড়ছেন রাফায়েল নাদাল, তখন ফ্লাশিং মিডোয় দর্শকরা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে এই রাতটার অপেক্ষতেই গত এক সপ্তাহ ধরে প্রমাদ গুনছিল গোটা মার্কিন। কিন্তু রাতটা যখন এল নিষ্প্রভই থাকল আমেরিকা। ঠিকঠাক চললে এদিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল রজার বনাম রাফার।
হতে পারত এরকম, হল অন্য আরেক রকম। কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় টমি রব্রেদোকে উড়িয়ে জেতার পর যখন কোর্ট ছাড়ছেন রাফায়েল নাদাল, তখন ফ্লাশিং মিডোয় দর্শকরা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে এই রাতটার অপেক্ষতেই গত এক সপ্তাহ ধরে প্রমাদ গুনছিল গোটা মার্কিন। কিন্তু রাতটা যখন এল নিষ্প্রভই থাকল আমেরিকা। ঠিকঠাক চললে এদিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল রজার বনাম রাফার।
কিন্তু চতুর্থ রাউন্ডে রব্রেদোর কাছে ফেডেরার হেরে যাওয়ায় ভেস্তে যায় স্বপ্নের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। নাদাল এদিন স্ট্রেটে সেটে হারালেন `ছায়া ফেডেরার`কে। আসলে আজ নাদালের বিরুদ্ধে না খেললেও যেন খেললেন রজার ফেডেরার। গ্যালারি, কমেন্ট্রি বক্স থেকে বারবারই শোনা গেল রজারের নাম। টমি রব্রেদো কখন যেন বনে গেলেন `ছায়া ফেডেরার`। আসলে পেশাদার টেনিসের সর্বকালের সেরা দ্বৈরথ রাফায়েল নাদাল বনাম রজার ডেরার লড়াই এ বারও হল না ইউ এস ওপেনে। এখানেই নিয়তির প্রতি ভারী অভিমান মার্কিনীদের।
অন্যদিকে, লিয়েন্ডার পেজের পর সানিয়া মির্জাও ইউ এস ওপেনের সেমিফাইনালে উঠলেন। মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনালে চিনের জি ঝাংকে সঙ্গি করে সানিয়া জিতলেন উইম্বলডনের চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে সানিয়া গড়ে ফেললেন এক রেকর্ড। প্রতিটি গ্র্যান্ড স্লামেই অন্তত সেমিফাইনালে ওঠার নজির গড়লেন হায়দ্রাবাদের এই টেনিস তারকা।
এক ঘণ্টা ৫০ মিনিটের ম্যাচে সানিয়ার জিতলেন ৬-৪, ৭-৬ চিনের পেং সুই ও তাইপের সু উই হিসের বিরুদ্ধে। ইউএস ওপেনে এ বার প্রথম সেমিফাইনালে খেলবেন ভারতের টেনিস সুন্দরী।