ভারত সেরা হয়েও 'ক্রীড়া গুরু' সম্মান থেকে ব্রাত্য সঞ্জয়

রাজ্য সরকারের বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে জোর বিতর্ক। এ বছর ক্রীড়া গুরু সম্মানে সম্মানিত করা হয়েছে রঘু নন্দী ও শিশির ঘোষকে। কিন্তু  ব্রাত্যই থেকে গেলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন, যার হাত ধরে দীর্ঘ ১২ বছর পর বাংলায় আই লিগ এসেছে । নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে রঘু নন্দীর ভূমিকা প্রশংসা কুড়িয়েছে বারবার। তবে শিশির ঘোষের ক্রীড়া গুরু হওয়া নিয়ে প্রশ্ন থাকছেই। শিশিরের কোচিংয়ে বাংলা দুদুবার সন্তোষ ট্রফিতে খেললেও সাফল্যের মুখ দেখেনি। কোচ শিশিরের সাফল্য দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।  প্রশ্ন উঠছে কোনও মাপকাঠিতে বাছা হল পুরস্কার প্রাপকদের? নিজের মতো করে সাফাই দিলেন নির্বাচক কমিটিতে থাকা বিদেশ বোস।

Updated By: Dec 1, 2015, 05:03 PM IST
ভারত সেরা হয়েও 'ক্রীড়া গুরু' সম্মান থেকে ব্রাত্য সঞ্জয়

ব্যুরো: রাজ্য সরকারের বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে জোর বিতর্ক। এ বছর ক্রীড়া গুরু সম্মানে সম্মানিত করা হয়েছে রঘু নন্দী ও শিশির ঘোষকে। কিন্তু  ব্রাত্যই থেকে গেলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন, যার হাত ধরে দীর্ঘ ১২ বছর পর বাংলায় আই লিগ এসেছে । নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে রঘু নন্দীর ভূমিকা প্রশংসা কুড়িয়েছে বারবার। তবে শিশির ঘোষের ক্রীড়া গুরু হওয়া নিয়ে প্রশ্ন থাকছেই। শিশিরের কোচিংয়ে বাংলা দুদুবার সন্তোষ ট্রফিতে খেললেও সাফল্যের মুখ দেখেনি। কোচ শিশিরের সাফল্য দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।  প্রশ্ন উঠছে কোনও মাপকাঠিতে বাছা হল পুরস্কার প্রাপকদের? নিজের মতো করে সাফাই দিলেন নির্বাচক কমিটিতে থাকা বিদেশ বোস।

সবুজ-মেরুন কোচ সঞ্জয় সেন অবশ্য এই অনুষ্ঠানকে খুব একটা গুরুত্বই দিচ্ছেন না।

নির্বাচক কমিটি একাধিক সদস্য থাকলেও সরকার ঘণিষ্ট বিদেশ বোস ও গৌতম সরকারের ওপর নাকি কথা বলতে পারেন না বাকিরা। এমন অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

.