WATCH | BGT 2024: 'পারথই আমার খেলা...', সাজঘরে আচমকা মহাতারকা! সিরাজ-সরফরাজ বললেন LEGEND, LEGEND

BGT 2024: পারথ টেস্টের আগে চর্চায় সেই একটিই নাম। এবার একেবার ভিন্ন কারণে খবরে কিং কোহলি  

Updated By: Nov 19, 2024, 05:25 PM IST
WATCH | BGT 2024: 'পারথই আমার খেলা...', সাজঘরে আচমকা মহাতারকা! সিরাজ-সরফরাজ বললেন LEGEND, LEGEND

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে এখন ডনের পাড়া কাঁপছে.. ভারতীয় দল সাজঘরে একটি মজার সেশন করেছিল। সেখানে ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্ন করা হয়। বাইশ গজের কিং বিরাট কোহলিকে (Viart Kohli) ঘিরে যা ঘটল, তা রাতারাতি ভাইরাল হয়ে গেল। 

আরও পড়ুন: অজি দৈনিকে হিন্দি-পঞ্জাবিতে বোল্ড হেডলাইন! পাতা জুড়ে বুক চিতিয়ে বাইশ গজের রাজা...

বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, অস্ট্রেলিয়ায় তাঁর খেলা সেরা ইনিংস কোনটি? জবাবে কোহলি বলেন, 'অস্ট্রেলিয়ায় খেলা আমার সেরা নক ২০১৮-১৯ সিরিজে পারথের ১০০। পারথই আমার খেলা কঠিনতম টেস্ট পিচ। দারুণ লেগেছিল ওই সফরে শতরান করতে পেরে।' বিরাটকে দেখে মহম্মদ সিরাজ বলে ওঠেন, 'লেজেন্ড...লেজেন্ড...' সরফরাজ খানও সিরাজের মতোই কোহলির দিকে হাঁ করে তাকিয়ে ছিলেন তখন। আর এই ভিডিয়ো ভাইরালও হয়ে যায়। বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন!

ভারতের প্রাক্তন অধিনায়ক ও নক্ষত্র ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করছেন যে বিরাট অস্ট্রেলিয়াতেই ফিরবেন চেনা ছন্দে। তিনি বলেন, 'আমার মনে হয় বিরাট কোহলি পয়মন্ত অস্ট্রেলিয়ায় ছন্দ ফিরে পাবে। অস্ট্রেলিয়া ওর জায়গা। ওটা ওর শক্তি। আমার মনে হয় না, কোহলি ছন্দে নেই, এই বিষয়ে কথা বলার এখনও সময় এসেছে। আমি মানব না সেটা। ওর হাতে প্রচুর সময় আছে। এক-দুই বছর টেস্ট ক্রিকেটে ওর খারাপ গেল! আর কিছুই না।' ভারতীয় ক্রিকেটে এখনও চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার এবং ভারতের দুই ব্য়াটিং সুপারস্টার বিরাট ও রোহিতের হতশ্রী ক্রিকেট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! 

আরও পড়ুন: পারথ টেস্টের আগেই বড় খবর! শামিকে নিয়েই ঘোষিত দল, পেলেন সাত উইকেটের পুরস্কার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.