বোর্ড সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর
ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। আইসিসির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার জন্যই এই ইস্তফা। নতুন নিয়ম অনুযায়ী আইসিসিসির চেয়ারম্যানকে হতে হবে স্বাধীন। এই পদে থাকালীন দেশের ক্রিকেট সংক্রান্ত অন্য কোনও পদে তিনি আর থাকতে পারবেন না। তাই বিসিসিআই থেকে ইস্তফা দিলেন বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর।
ওয়েব ডেস্ক: ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। আইসিসির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার জন্যই এই ইস্তফা। নতুন নিয়ম অনুযায়ী আইসিসিসির চেয়ারম্যানকে হতে হবে স্বাধীন। এই পদে থাকালীন দেশের ক্রিকেট সংক্রান্ত অন্য কোনও পদে তিনি আর থাকতে পারবেন না। তাই বিসিসিআই থেকে ইস্তফা দিলেন বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর।
জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর থেকে বোর্ডের সভাপতি পদে ছিলেন শশাঙ্ক মনোহর। এর আগে আইসিসি-র চেয়ারম্যান পদে ছিলেন তিনি। তাঁর ইস্তফার পর অনুরাগ ঠাকুর হতে পারেন পরবর্তী বোর্ড সভাপতি, এমনটাই শোনা যাচ্ছে।